মিউনিখ: ইউরো কাপের (Euro Cup 2024) সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়ে গিয়েছে। কোয়ার্টার ফাইনাল থেকে একদিকে ছিটকে গিয়েছে আয়োজক দেশ ও অন্যতম ফেভারিট জার্মানির মতো দল, অন্যদিকে বিদায় নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) পর্তুগাল।
সেমিফাইনালে উঠল কোন চার দল? শেষ চারের লড়াইয়ে কাদের সামনে কোন দল? ইউরো কাপের ফাইনাল কবে? এক ঝলকে দেখে নেওয়া যাক।
২৪ দলের ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছেছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নেদারল্যান্ডস। ইউরো কাপে তিনবারের চ্যাম্পিয়ন স্পেনের সামনে সুযোগ রেকর্ড সংখ্যক চতুর্থবার ট্রফি জয়ের। ফ্রান্স সেমিফাইনালে উঠেছিল ২০১৬ সালের ইউরো কাপে। তবে তারা শেষ ইউরো জিতেছে দীর্ঘ ২৪ বছর আগে। ২০০০ সালে। তারপর বিশ্বকাপ জিতলেও ইউরোপ সেরার শিরোপা জেতেনি। অন্যদিকে গত ইউরো কাপের ফাইনালে উঠে ইতালির কাছে হেরে গিয়েছিল ইংল্যান্ড। এবার ইতালি ছিটকে গেলেও শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড। চতুর্থ সেমিফাইনালিস্ট নেদারল্যান্ডস। যারা ১৯৮৮ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল।
ইউরো কাপের প্রথম সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। কোয়ার্টার ফাইনালে নাটকীয় পরিস্থিতিতে জার্মানির বিরুদ্ধে অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন মাইকেল মেরিনো (Mikel Merino)। ২-১ গোলে জার্মানিকে হারায় স্পেন। অন্যদিকে পর্তুগালের সঙ্গে নির্ধারিত সময়ে খেলার ফল গোলশূন্য় থাকার পর ফ্রান্সের ম্যাচ গড়িয়েছিল অতিরিক্ত সময়ে। সেখানেও কোনও গোল হয়নি। টাইব্রেকারে পর্তুগালকে ৫-৩ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন কিলিয়ান এমবাপেরা। অন্যদিকে কোয়ার্টার ফাইনালে স্যুইৎজ়ারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে শেষ চারে উঠেছে ইংল্যান্ড। তাদের সামনে ডাচরা। যারা তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
- প্রথম সেমিফাইনালে কারা মুখোমুখি?
স্পেন বনাম ফ্রান্স
কোথায় খেলা?
ম্যাচটি হবে মিউনিখে
কবে ম্যাচ?
ভারতীয় সময় মঙ্গলবার রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী বুধবার)
- দ্বিতীয় সেমিফাইনালে কারা মুখোমুখি?
ইংল্যান্ড বনাম নেদারল্যান্ডস
কোথায় খেলা?
ম্যাচটি হবে ডর্টমুন্ডে
কবে ম্যাচ?
ভারতীয় সময় বুধবার রাত ১২.৩০ (ক্যালেন্ডার অনুযায়ী বৃহস্পতিবার)
দুটি সেমিফাইনালই সরাসরি দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। পাশাপাশি সোনি লিভ অ্যাপে স্মার্টফোনেও দেখা যাবে খেলা।
আরও পড়ুন: মেদিনীপুরের তরুণের কাছে সেরা উপহার বিশ্বজয়ী দলের সই করা জার্সি, কী বলেছেন প্রধানমন্ত্রী?