মাদ্রিদ: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের জন্য ইউরো কাপ জিতে নিয়েছে স্পেন। শেষবার ২০১২ সালের পর ফের এবার ইউরো সেরা হয়েছে স্পেন। এবার ইউরো কাপের সেরা দল বেছে নেওয়া হল। সেই দলে জায়গা করে নিয়েছেন স্পেনের ৬ ফুটবলার। রয়েছেন তরুণ ২ ফুটবলার লামিনে ইয়ামাল ও নিকো উইলিয়ামসও। ইউয়েফার তরফে ৪-৩-৩ ফর্মেশনে দল সাজানো হয়েছে। দলে দ্বিতীয়বারের জন্য জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের কাইল ওয়াকার। ইংল্য়ান্ডর একমাত্র প্লেয়ার হিসেবে ইউরোর সেরা দলে জায়গা করে নিয়েছেন ওয়াকার। 


এবারের ইউরোর সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন স্পেনের রড্রি। জর্জিয়ার বিরুদ্ধে পিছিয়ে পরার পর স্পেনের হয়ে সমতা ফেরানোর গোলটি করেছিলেন ম্য়াঞ্চস্টার সিটির এই ফুটবলার। তিনি আছেন এই দলে। তবে সবার থেকে বেশি নজর কেড়েছিলেন ১৭ বছরের উইঙ্গার লামিনে ইয়ামাল। তিনিই তরুণ প্লেয়ারের শিরোপা জিতেছেন টুর্নামেন্টে। বার্সেলোনার তারকা প্লেয়ার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চারটি অ্যাসিস্ট করেছেন। যা যে কোনও ফুটবলারের সর্বাধিক অ্যাসিস্ট। ফ্রান্সের বিরুদ্ধে একটি দুরন্ত গোলও করেছিলেন তিনি। যে কোনও মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে সবচেয়ে কমবয়সি ফুটবলার হিসেবে গোল করার নজির গড়েছিলেন ইয়ামাল।


একনজরে ইউরোর সেরা দল: মাইক মাইগনান (ফ্রান্স), কাইল ওয়াকার (ইংল্য়ান্ড), ম্য়ানুয়েল আকাঞ্জি (স্যুইৎজারল্যান্ড), উইলিয়াম সালিবা (ফ্রান্স), মার্ক কুকুরেলা (স্পেন), রড্রি (স্পেন), ড্যানি ওলমো (স্পেন), ফ্যাবিয়ান রুইজ (স্পেন), লামিনে ইয়ামাল (স্পেন), জামাল মুসিয়ালা (জার্মানি), নিকো উইলিয়ামস (স্পেন)


ফাইনালে থ্রি লায়ন্সদের বিরুদ্ধে ২-১ গোলে জয় ছিনিয়ে নেয় তারা। প্রথমার্ধে গোলশূন্য় থাকার পর দ্বিতীয়ার্ধে শুরুতে গোল করে এগিয়ে যায় স্পেন। সেই গোল শোধও করে দেয় ইংল্য়ান্ড। কিন্তু শেষরক্ষা হয়নি। নির্ধারিত সময়ের বাঁশি বাজার কিছুক্ষণ আগে স্পেনের হয়ে জয়সূচক গোলটি করে ওয়ারজ়াবাল। তাঁর গোল নিয়ে নানা মহলে নানা মত রয়েছে যে অফসাইড মনে হচ্ছিল সেটি। কিন্তু ভিএআর প্রযুক্তিতে দেখা যায় যে গোলটি বৈধ ছিল। অবশেষে প্রথম দেশ হিসাবে ইউরো কাপে টানা ৭ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হল স্পেন। ২০১২ সালের পর ২০২৪ ফের ইউরোপ সেরা দলের শিরোপা তাঁদের দখলে। কিন্তু শুধু ইউরো কাপই নয়। স্পেনের ঝুলিতে আছে এমন অনেক স্মরণীয় খেতাব। তার মধ্যে রয়েছে ২০১০ সালের বিশ্বকাপও। সেবার ইকের ক্যাসিয়াসের নেতৃত্বাধীন স্পেন ফুটবল দল বিশ্বকাপ জিতেছিল।