লন্ডন: তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রবল জল্পনা ছিল। সেই জল্পনা অবশেষে সমাপ্ত হল। শতাধিক ম্যাচ এবং প্রায় আট বছর ইংল্যান্ড দলের (England Football Team) দায়িত্বে থাকার পর থ্রি লায়ান্সের কোচের পদ থেকে ইস্তফা দিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট (Gareth Southgate)। ইংল্যান্ডের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজই সাউথগেটের সরে দাঁড়ানোর খবর জানানো হয়।


আট বছর পর দলে এবার পরিবর্তনের প্রয়োজন বলেই জানান সাউথগেট। ইংল্যান্ড সমর্থকদের জন্য বিশেষ বার্তাও দেন তিনি। স্পেনের বিরুদ্ধে উয়েফা ইউরোর ফাইনালই ইংল্যান্ড কোচ হিসাবে তাঁর শেষ ম্যাচ ছিল বলেই জানান সাউথগেট। কোনও খেতাব না জিতলেও, নাগাড়ে দুই ইউরোর ফাইনালে পৌঁছয় সাউথগেটের তত্ত্বাবধানে থাকা থ্রি লায়ান্সরা। বিশ্বকাপের শেষ চারেও জায়গা করে নিয়েছিলেন কেনরা। অর্থাৎ সবকয়টি বড় টুর্নামেন্টেই ধারাবাহিকতা দেখিয়েছে ইংল্যান্ড। তবে আর নয়।


 






 


নিজের বিদায়ী বার্তায় নিজের শুরুর সময়েরই স্মৃতিচারণ করেন সাউথগেট। তিনি বলেন, 'গর্বিত ইংরেজ হিসাবে ইংল্যান্ডের হয়ে খেলা এবং ইংল্যান্ডকে কোচিং করানো আমার জীবনের বিরাট বড় সম্মানের। আমার কাছে এটা বিরাট গুরুত্বপূর্ণ এবং আমি এটার জন্য নিজের সবটা উজাড় করে  দিয়েছি। তবে এবার পরিবর্তনের সময় এসেছে, সময় এসেছে নতুন অধ্যায় শুরুর। রবিবার স্পেনের বিরুদ্ধে ফাইনালটাই আমার ইংল্যান্ড ম্যানেজার হিসাবে শেষ ম্যাচ ছিল।'


বার্লিনে হয়নি, ইউরো জয় অধরাই রয়ে গিয়েছে। তবে ইংল্যান্ডের ইউরোর স্কোয়াড অত্যন্ত প্রতিভাবান এবং তাঁরা ভবিষ্যতে দেশকে ট্রফি জেতাতে পারেন বলে মত সাউথগেটের। 'আমরা জার্মানিতে যে দলকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম, সেই দল তরুণ প্রতিভায় পরিপূর্ণ এবং আমরা যে ট্রফি জয়ের আশায় রয়েছি তারা সেই স্বপ্ন সার্থক করতে পারবে। আমি আশা করছি সকলেই দল এবং খেলোয়াড়দের সমর্থনে দাঁড়াবেন।'


সাউথগেট ২০১৬ সালে স্যাম অ্যালারডাইসের হঠাৎ বিদায়ের পরই অনূর্ধ্ব ২১ দলের বদলে সিনিয়র দলের দায়িত্ব নেন সাউথগেট। সেই সফর আজ শেষ হল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ট্রফি জিতেও ফেভারিটের তকমায় আপত্তি ইউরোজয়ী স্পেন কোচ দে লা ফুয়েন্তের