লাইপজিগ: নাক ভেঙে বিপদ বাড়ালেন কিলিয়ান এমবাপে। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্য়াচে খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগেই চোট পান ফরাসি স্ট্রাইকার। ম্য়াচে ফ্রান্স জিতলেই চিন্তা বেড়েছে এমবাপের চোটে। আর কিছুক্ষণ পরেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে নামবে ফ্রান্স। সূত্রের খবর, সেই ম্য়াচে এক বিশেষ মাস্ক পরে মাঠে নামতে পারেন এমবাপে। কিন্তু ইউয়েফার তরফে নাকি নিষেধ করা হয়েছে। এমন কোনও মাস্ক পরে মাঠে নামতে পারবেন না এমবাপে। এটা নাকি ইউয়েফার নিয়ম বিরুদ্ধে। তবে কি আজ মাঠে নামতে পারবেন ফরাসি তারকা?


নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্য়াচের আগে অনুশীলনে নেমেছিলেন এমবাপে। সেখানেই তাঁকে দেখা যায় ফ্রান্সের জাতীয় পতাকার যে নীল-সাদা-লাল রং, সেই রংয়ের একটি মাস্ক পরে অনুশীলন করতে। সেই মাস্ক পরেই ডাচদের বিরুদ্ধে মাঠে নামবেন এমবাপে, এমনটাই জানিয়েছিলেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁ। তবে বাধ সেধেছে এখানে ইউয়েফা। তাদের যে বিবৃতিত দেওয়া হয়েছে, সেখানে জানানো হয়েছে যে কোনও এক রংয়ের মাস্কই একমাত্র পরতে পারেন ফরাসি তারকা। অস্ট্রিয়ার বিরুদ্ধে কষ্টার্জিত জয়ের পর ফ্রান্স শিবির কিছুটা চাপেই। এই পরিস্থিতিতে এমবাপের সার্জারি এখনই হোক, এমনটা চাইছেন না দেশঁ। ইউরোর পরেই সেক্ষেত্রে হয়ত সার্জারি হবে এমবাপের। কিন্তু তার আগে মাঠে নামতে পারবেন তো তিনি? ইউয়েফার নিয়ম বলছে, ''যে কোনও চিকিৎসা সরঞ্জাম দেশের কোনও জাতীয় পতাকার রংয়ে হওয়া যাবে না। এক রংয়ের হতে হবে।


এমবাপের চোট নিয়ে ফ্রান্স শিবিরে উদ্বেগ সৃষ্টি হয়েছে, তা অস্ট্রিয়া ম্যাচের পর অকপটে মেনেই নিয়েছিলেন ফ্রান্সের তারকা মিডফিল্ডার এনগলো কন্তে। ম্যাচ শেষে কন্তে জানিয়েছিলেন, ''আমরা (নাকে চোট পেয়ে) কিলিয়ানকে মাঠ ছাড়তে দেখে বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। আমরা ঠিক কী হয়েছে, চোট কতটা গভীর, তা জানি না। তবে দ্রুতই ওকে আবার মাঠে দেখতে চাই।' ফরাসি কোচ দেশঁ জানিয়েছন, ''এমবাপেকে আমরা মাঠে নামাত চাই যে কোনও ভাবে। ওর চোট কতটা গুরুতর তা অবশ্য়ই দেখা হবে। কিন্তু পরিস্থিতি বুঝে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওকে ব্যবহার করতে চাই আমরা।''