নয়াদিল্লি: কাতারের কাছে হেরে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ভারত। তারপরই ছাঁটাই করা হয়েছে জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে (Igor Stimac)। সেই ঘটনার পর বোমা ফাটালেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার। স্তিমাচ জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবল কারাবন্দি। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শুধু ছবি তুলতেই ব্যস্ত। জাতীয় দলের উন্নতি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। স্তিমাচের বিস্ফোরণের পর সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া হবে।


শুক্রবার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন স্তিমাচ। সেখানে সর্বভারতীয় ফুটবল সংস্থা ও তার কর্তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে এ-ও বলেন যে, গোটা ঘটনায় তিনি অসুস্থ। হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে।