নয়াদিল্লি: কাতারের কাছে হেরে ফিফা বিশ্বকাপের (FIFA World Cup) যোগ্যতা অর্জনকারী পর্বের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ভারত। তারপরই ছাঁটাই করা হয়েছে জাতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচকে (Igor Stimac)। সেই ঘটনার পর বোমা ফাটালেন ক্রোয়েশিয়ার বিশ্বকাপার। স্তিমাচ জানিয়ে দিলেন, ভারতীয় ফুটবল কারাবন্দি। সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট শুধু ছবি তুলতেই ব্যস্ত। জাতীয় দলের উন্নতি নিয়ে বিন্দুমাত্র ভাবিত নন। স্তিমাচের বিস্ফোরণের পর সর্বভারতীয় ফুটবল সংস্থা (AIFF) জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে এ ব্যাপারে প্রতিক্রিয়া দেওয়া হবে।
শুক্রবার একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করেন স্তিমাচ। সেখানে সর্বভারতীয় ফুটবল সংস্থা ও তার কর্তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেন তিনি। সেই সঙ্গে এ-ও বলেন যে, গোটা ঘটনায় তিনি অসুস্থ। হৃদযন্ত্রে অস্ত্রোপচার করাতে হবে।
স্তিমাচ বলেন, 'ভারতীয় ফুটবল কারাগারে বন্দি। ছবিটা পাল্টাতে গেলে কয়েক দশক সময় লাগবে। আমি তো দেখছি না সেটা সম্ভব হবে বলে। দলের সিনিয়র প্লেয়াররা জানত যে, আমি দায়িত্ব ছেড়ে দিতাম। এমনকী, তৃতীয় রাউন্ডে উঠলেও। সঠিক সমর্থন না পেলে এগিয়ে যাওয়া অসম্ভব। মিথ্যায় ভরা ফুটবল সংস্থা যেখানে সবাই ব্যক্তিগত স্বার্থে আসে।' যোগ করেন, 'গত পাঁচ বছরে এআইএফএফের সবচেয়ে বড় সাফল্য হল, ওরা আমাকে চুপ করিয়ে রাখতে পেরেছিল।'
সর্বভারতীয় ফুটবল সংস্থার প্রেসিডেন্ট তথা বিজেপি নেতা কল্যাণ চৌবেকে (Kalyan Chaubey) তুলোধনা করেছেন স্তিমাচ। বলেছেন, 'গুরুত্বপূর্ণ জায়গায় থেকে শুধু ছবি তোলা আর তা সোশ্যাল মিডিয়ায় দেওয়াতেই ব্যস্ত থাকেন। কল্যাণের একমাত্র লক্ষ্য জনপ্রিয় হওয়া। আমার সঙ্গে কল্যাণের কোনও কাজের সম্পর্কও তৈরি হয়নি। আমি সচিবের অধীনে ছিলাম। প্রেসিডেন্ট কোনও ব্যাপারে যুক্ত হতেন না। সর্বভারতীয় ফুটবল সংস্থার কর্তারা জানেন না কীভাবে ফুটবল চালাতে হয়। আর কল্যাণ চৌবে যত তাড়াতাড়ি বিদায় নেবে তত ভারতীয় ফুটবলের মঙ্গল।'
আরও পড়ুন: কেকেআরকে চ্যাম্পিয়ন করার পর প্রথমবার কলকাতায় গম্ভীর, টিম ইন্ডিয়ার কোচের পদে চূড়ান্ত?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।