মিউনিখ: ফ্রান্স বনাম স্পেনের (France vs Spain) ম্যাচে তাঁর পায়ে বল পড়া মাত্রই গ্যালারি থেকে বক্রোক্তি শোনা যাচ্ছিল। বিদ্রুপ এমন উচ্চস্বরে হচ্ছিল যে, যাঁরা টিভিতে বা মোবাইল ফোনে খেলা দেখেছেন, তাঁদেরও বুঝতে অসুবিধা হয়নি যে, ধিক্কার ধেয়ে আসছিল তাঁকে উদ্দেশ্য করেই।


তিনি, স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেল্লা (Marc Cucurella)। মিউনিখ স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে যাঁর পায়ে বল গেলেই বিদ্রুপ ভেসে আসছিল গোটা গ্যালারি থেকে।


কিন্তু কেন আচমকা এরকম বিদ্রুপের শিকার হতে হল কুকুরেল্লাকে? কী এমন করেছেন তিনি যে, চেলসির লেফট ব্যাকের পায়ে বল গেলেই মিউনিখের গ্যালারি টিটকিরি দিচ্ছিল?


চলতি ইউরো কাপে স্পেনের প্রত্যেক ম্যাচেই শুরু থেকে খেলেছেন কুকুরেল্লা। স্পেনের রক্ষণভাগের বাঁদিক আগলে রেখেছেন ইউরো কাপের ৬ ম্যাচেই। ইউরো কাপে ৬টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে স্পেন। তার নেপথ্যে কুকুরেল্লার অবদান রয়েছে, মানছেন বিশেষজ্ঞরাও।




তবে জার্মানির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে একটি বিতর্কিত মুহূর্ত তৈরি হয়েছিল কুকুরেল্লাকে ঘিরে। যার নেপথ্যে সরাসরিভাবে দায় নেই স্পেনের ডিফেন্ডারের। জার্মানির বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ের ১১৯ মিনিটের মাথায় মাইকেল মেরিনোর নাটকীয় গোলে জেতে স্পেন।

 

তবে স্কোর যখন ১-১, তখন জার্মানির ফুটবলাররা একটি পেনাল্টির জোরাল আবেদন করেন। তাঁদের দাবি ছিল, ২৫ বছরের ডিফেন্ডার বক্সের মধ্যে হাতে বল লাগিয়েছেন। টোনি ক্রুসদের দাবি ছিল, জামাল মুসিয়ালার গোলমুখী শট লেগেছে কুকুরেল্লার হাতে। তবে জার্মানির পেনাল্টির আবেদন খারিজ করে দেন রেফারি অ্যান্থনি টেলর। যে সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগরে দেন জার্মানির ফুটবলাররা।

 

তারপর থেকেই বিতর্কে স্পেনের ডিফেন্ডার। পরের দিন জার্মানির সব সংবাদপত্রে কুকুরেল্লার হাতে বল লাগার ছবি প্রথম পাতায় ছাপা হয়। তীব্র সমালোচনার শিকার হন স্পেনের ডিফেন্ডার।

 

ঘটনা হচ্ছে, জার্মানি সেমিফাইনালে উঠবে ধরে নিয়ে অনেকেই মিউনিখ স্টেডিয়ামে মঙ্গলবার রাতের ম্যাচের টিকিট কেটে রেখেছিলেন। যাঁরা প্রত্যেকেই জার্মানির সমর্থক। তাঁরাই কুকুরেল্লাকে প্রবল বিদ্রুপে ভরিয়ে দেন গোটা ম্যাচে।

 



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।