মিউনিখ: ফ্রান্স বনাম স্পেনের (France vs Spain) ম্যাচে তাঁর পায়ে বল পড়া মাত্রই গ্যালারি থেকে বক্রোক্তি শোনা যাচ্ছিল। বিদ্রুপ এমন উচ্চস্বরে হচ্ছিল যে, যাঁরা টিভিতে বা মোবাইল ফোনে খেলা দেখেছেন, তাঁদেরও বুঝতে অসুবিধা হয়নি যে, ধিক্কার ধেয়ে আসছিল তাঁকে উদ্দেশ্য করেই।
তিনি, স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেল্লা (Marc Cucurella)। মিউনিখ স্টেডিয়ামে ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে যাঁর পায়ে বল গেলেই বিদ্রুপ ভেসে আসছিল গোটা গ্যালারি থেকে।
কিন্তু কেন আচমকা এরকম বিদ্রুপের শিকার হতে হল কুকুরেল্লাকে? কী এমন করেছেন তিনি যে, চেলসির লেফট ব্যাকের পায়ে বল গেলেই মিউনিখের গ্যালারি টিটকিরি দিচ্ছিল?
চলতি ইউরো কাপে স্পেনের প্রত্যেক ম্যাচেই শুরু থেকে খেলেছেন কুকুরেল্লা। স্পেনের রক্ষণভাগের বাঁদিক আগলে রেখেছেন ইউরো কাপের ৬ ম্যাচেই। ইউরো কাপে ৬টি ম্যাচ জিতে রেকর্ড গড়েছে স্পেন। তার নেপথ্যে কুকুরেল্লার অবদান রয়েছে, মানছেন বিশেষজ্ঞরাও।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।