জেড্ডা: মাস দেড়েক আগে সৌদি আরবের এই শহরের দিকে ভারতীয় ক্রীড়াপ্রেমীদের নজর ছিল অন্য এক কারণে। আইপিএলের (IPL 2025) নিলামের আসর বসেছিল জেড্ডায়। দশ দলের কারা কেমন ঘর গুছিয়ে নেয়, দেখার জন্য প্রবল কৌতূহলী হয়ে বসেছিলেন ভক্ত, সমর্থকেরা।
রবিবার অবশ্য জেড্ডা শিরোনামে উঠে এসেছিল অন্য এক খেলাকে কেন্দ্র করে। ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব - এফ সি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ (FC Barcelona vs Real Madrid) মুখোমুখি হয়েছিল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে। এল ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৫ গোলের মালা পরাল বার্সেলোনা। ৫-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা। ম্যানেজার হ্যান্সি ফ্লিকের (Hansi Flick) প্রশিক্ষণে এটাই বার্সার প্রথম ট্রফি।
আরও পড়ুন: নেই পন্থ, যশস্বী, শুভমন, আর কাদের ছাড়া ঘোষণা করা হল ভারতের টি-২০ দল?
বার্সেলোনার হয়ে জোড়া গোল করলেন রাফিনহা (Raphinha)। এছাড়া একটি করে গোল করেছেন রবার্ট লেয়নডস্কি (Robert Lewandowski), আলেহান্দ্রো বালদে (Alejandro Balde) ও স্পেনের বিস্ময় তারকা হিসাবে চিহ্নিত লামিনে ইয়ামাল (Lamine Yamal)। রিয়াল মাদ্রিদের হয়ে গোলদুটি করেছেন কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও রদ্রিগো (Rodrygo)। জেড্ডার কিংগ আবদুল্লা স্পোর্ট সিটিতে (King Abdullah Sport City) রিযালকে চূর্ণ করে ট্রফি বার্সার।
২০২৪ সালের অক্টোবরে রিয়াল মাদ্রিদকে তাদেরই মাঠে ৪-০ গোলে হারিয়েছিল বার্সেলোনা। আড়াই মাসের ব্যবধানে আবারও চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দিল বার্সা। একইরকম দাপট দেখিয়ে। এবার স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়ালকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে। তাও ম্যাচের ৩৪ মিনিট ১০ জনে খেলতে হয় বার্সেলোনাকে। গোলকিপার ওজসিয়েক সেজনি সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর বার্সেলোনা ১০ জন নিয়ে খেলতে বাধ্য হয়। তবু রিয়াল সুবিধা করতে পারেনি।
যদিও ম্যাচের শুরুটা দুরন্তভাবে করেছিল রিয়াল মাদ্রিদ। এমবাপের গোলে শুরুতেই বার্সেলোনার বিরুদ্ধে এগিয়ে যায় তারা। ম্যাচের বয়স তখন মাত্র ৫ মিনিট। ২২ মিনিটে ইয়ামালের গোলে ম্যাচে সমতা ফেরায় বার্সা। এরপর ৩৬ মিনিটে পেনাল্টি থেকে লেয়নডস্কির গোল। আর পিছনে ফিরে তাকাতে হয়নি কাতালানদের।