নয়াদিল্লি: এএফসি এশিয়ান কাপে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) হতশ্রী পারফরম্যান্সের ফল হাতে নাতে পেল ব্লু টাইগার্সরা। সদ্য প্রকাশিত ফিফা ব়্যাঙ্কিংয়ে (FIFA Ranking) এক ধাক্কায় ১৫ ধাপ পিছিয়ে গেলেন সুনীল ছেত্রীরা। ভারতের নতুন ব়্যাঙ্কিং ১১৭। বিগত সাত বছরে ফিফা ব়্যাঙ্কিংয়ে ভারতের এটা সবথেকে খারাপ ব়্যাঙ্কিং। 


এএফসি এশিয়ান কাপের গ্রুপ পর্বের তিন ম্যাচেই পরাজিত হতে হয়েছিল ভারতীয় দলকে। গ্রুপ 'বি'-তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২, উজ়েবিস্তানের বিরুদ্ধে ০-৩ এবং সিরিয়ার বিরুদ্ধে ০-১ স্কোরলাইনে পরাজিত হয়ে সবার নীচে শেষ করেছিল। এই পারফরম্যান্সের ফলে ভারত ৩৫.৬৩ রেটিং পয়েন্ট হারায়। যার ফলে ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়ে টোগো এবং গিনিয়া-বিসাউয়ের মাঝে ১১৭তম স্থানে ঠাঁই হয়েছে সুনীল ছেত্রীদের।


এশিয়ান দলের ব়্যাঙ্কিংয়ের বিচারে ব্লু টাইগার্সরা ২২তম স্থানে রয়েছে। ভারতীয় দল ২০১৭ সালের জানুয়ারি মাসের পর থেকে ব়্যাঙ্কিংয়ে এত পিছিয়ে থাকেনি। সেক্ষেত্রে ভারতের ব়্যাঙ্ক ছিল ১২৯। তবে ভারতের সবথেকে খারাপ ব়্যাঙ্কিং ছিল ২০১৫ সালে। সেইসময় ভারতীয় ১৭৩তম স্থানে ছিল। 


এই এশিয়ান কাপ চ্যাম্পিয়ন কাতার কিন্তু ব়্যাঙ্কিংয়ে বেশ অনেকটাই এগিয়েছে। টানা দুইবারের এশিয়ান চ্যাম্পিয়ন ২১ ধাপ এগিয়ে ব়্যাঙ্কিংয়ে ৩৭তম স্থানে রয়েছেন। রানার্স আপ জর্ডনেরও স্বাভাবিকভাবেই ব়্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে। তারা ১৭ ধাপ এগিয়ে আপাতত ৭০ নম্বরে রয়েছে। জাপান বর্তমানে ব়্যাঙ্কিংয়ে একধাপ পিছিয়ে ১৮তে নেমে গেলেও, তারাই এশিয়ান দলগুলির মধ্যে ব়্যাঙ্কিংয়ে সবথেকে এগিয়ে রয়েছে। 


 






আফকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টেরও ব়্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তারা ১০ ধাপ এগিয়ে ৩৯তম স্থান দখল করেছে। ব়্যাঙ্কিংয়ের একেবারেই শীর্ষের ১০ দলের জায়গা কিন্তু অপরিবর্তিত রয়েছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনাই ব়্যাঙ্কিং শীর্ষে নিজেদের দখল বজায় রেখেছে। আলবিসেলেস্তের পর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, বেলজিয়াম এবং ব্রাজিল ব়্যাঙ্কিংয়ে দুই থেকে পাঁচ নম্বর স্থানে রয়েছে। তালিকায় ছয়ে রয়েছে নেদারল্যান্ডস। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল রয়েছে সাতে। অষ্টম, নবম ও দশম স্থানে যথাক্রমে স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া রয়েছে।   


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে


আরও পড়ুন: ফিট হয়েও ম্যাচ না খেলার সিদ্ধান্তে সমালোচনার ঝড়, ডিভিলিয়ার্সকে পাশে পেলেন ঈশান কিষাণ