দোহা: গত বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হয়েছিল নেদারল্যান্ডস (Netherlands Football Team)। এই বিশ্বকাপের (FIFA WC 2022) শুরুটা করেছিল সেনেগালকে ২-০ গোলে হারিয়ে। তবে গত ম্যাচে ইকুয়েডরের সঙ্গে ড্র করায় নক আউটে পৌঁছনোর টিকিট পাকা ছিল না। আজ শনিবার, ২৯ নভেম্বর কাতারকে ২-০ গোলে হারাল নেদারল্যান্ডস। আর সঙ্গে সঙ্গেই পাকা করে ফেলল প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিটও। ফের ডাচদের হয়ে গোল করে ইতিহাস তৈরি করলেন তরুণ কোডি গ্যাকপো (Cody Gakpo)।  


ডাচদের দাপট


ম্যাচে শুরু থেকেই দাপট দেখান ডাচরা। গ্যাকপোই ২৬ মিনিটে লুই ফান হালের দলকে কাঙ্খিত লিড এনে দেন। প্রথম দুই ম্যাচে হেডার ও বাঁ-পায়ে গোল করেছিলেন। কাতারের বিরুদ্ধে ডান পায়ে বিশ্বকাপে নিজের তৃতীয় গোলটি করেন গ্যাকপো। প্রথম ডাচ ফুটবলার হিসাবে বিশ্বকাপের তিন গ্রুপ পর্বের ম্যাচেই গোল করলেন গ্যাকপো। অবশ্য প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। ১-০ লিড নিয়েই মাঠ ছাড়েন ডাচরা। ফ্রাঙ্কি ডি জং, দ্বিতীয়ার্ধ শুরুর মাত্র চার মিনিটের মাথায় নেদারল্যান্ডসের ব্যবধান দ্বিগুণ করেন।


স্টিভেন বার্গহাউস আরও একবার ডাচদের হয়ে কাতারের জালে বল জড়িয়ে দিয়েছিলেন বটে, তবে তা অফসাইডের জন্য বাতিল করা হয়। ম্যাচ আর কোনও গোল না হলেও, সহজেই জয় পায় ডাচরা। কাতার তিন ম্যাচ হেরে এক হতাশাজনক বিশ্বকাপ শেষ করল। এই প্রথম কোনও আয়োজক দেশ বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই পরাজিত হল। নক আউটে পৌঁছলেও ডাচরা বেশি মাতামাতি করতে নারাজ। তাঁদের লক্ষ্য যে একেবারে বিশ্বকাপ ট্রফির ওপরে স্থির, তা দলের তরুণ নায়ক গ্যাকপোর কথাতেই স্পষ্ট বোঝা যায়।


গ্যাকপোর লক্ষ্য


ম্যাচের পর গ্যাকপো বলেন, 'আমি এই পরিসংখ্য়ানের (প্রথম ডাচ খেলোয়াড় হিসাবে তিন গ্রুপ পর্বের ম্য়াচে গোল) বিষয়টা সদ্য জানলাম। এমন এক কৃতিত্ব গড়তে পেরে আমি খুশি। তবে দল ম্যাচ জেতায় আরও বেশি খুশি। আমার কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যসব পরিসংখ্যান নিয়ে আমি খুব বেশি ভাবতে চাই না। আমরা বিশ্বকাপ জিততে চাই এবং তার জন্য আমরা সকলে সম্মিলিতভাবে নিজেদের সেরাটা দিতে বদ্ধপরিকর। দলের প্রয়োজনে আমাকে যা করতে বলা হবে, আমি তাই করতে রাজি।' 


আরও পড়ুন:২৪ বছর আগে মুখোমুখি হয়েছিলেন ক্লদিও-আমেদ, কাতারে ফের দেখা যেতে পারে রেইনা-আবেদজাদের লড়াই