কলকাতা, আবীর দত্ত: "বাড়লে বয়স মানুষ হওয়া যায় কি?" বিখ্যাত বাংলা ব্যান্ড মহীনের ঘোড়াগুলির সেই গান শুনতে শুনতে যদি কেউ ভাবেন "বাড়লে বয়স বিশ্বকাপ খেলা যায় কি!" তাহলে জেনে রাখুন এবারের ফুটবল বিশ্বকাপে (FIFA WC 2022) যেমন ১৭ বছরের তরুণ ফুটবলার আছে, তেমন আবার ৪০ বছরের গোলকিপারও আছেন। শুধুই মেসি আর রোনাল্ডো নয়, ৩০-র গণ্ডি পার করেও একাধিক খেলোয়াড় বিশ্বকাপের মঞ্চ মাতাতে প্রস্তুত। বয়স বাড়লেও কী ভাবে থিয়াগো সিলভা, পেপেরা শীর্ষস্তরে নিজেদের পারফরম্যান্সের মান বজায় রেখেছেন?


ভারতীয় দলের রক্ষণ সামলানো ফুটবলার প্রীতম কোটাল (Pritam Kotal) বলছেন ফিটনেসটাই সব। শুধু নাম বা রেকর্ড হলেই হবে না, মেসি, রোনাল্ডোরা একা নন অনেকের তুলনামূলক বয়স বেশি হলেও আজ তাঁরা স্কোয়াডে। বিশ্বকাপে কোনও দলে সর্বাধিক ২৬জন ফুটবলারকে বাছাই  করা সম্ভব। তবে সব দলের গড় বয়স একেবারেই এক নয়। ২৭, ২৬, এমনকী ২৪ বছর গড় বয়স সম্পন্ন দলও এই বিশ্বকাপে অংশগ্রহণ করছে। অবশ্য তা সত্ত্বেও সেই সব দলগুলিতে ৩৬, ৩৯ বছরের ফুটবলারও রয়েছে। অধিকাংশ দল 'অভিজ্ঞতা তারুণ্যের সংমিশ্রণের'  থিওরিতে বিশ্বাসী। কিন্তু  যারা ৩৬, ৩৯ বা ৪০ বছরেও কাতারে জাতীয় দলের প্রতিনিধিত্ব করছেন?, 40 বা তাঁরা কি শুধুই নিজেদের প্রতিভা বা নামের জন্যই দলে সুযোগ  পেয়েছেন নাকি অন্যকিছু আছে, যা তাঁদেরকে নবীনদের সঙ্গে একই লাইনে দাঁড়া করিয়ে জাতীয় সঙ্গীত গাওয়াচ্ছে বিশ্বকাপের প্লার্টফর্মে। 


গড় বয়স


এবার বিশ্বকাপে ব্রাজিল দলের গড় বয়স ২৫.৬১ বছর। সবথেকে সিনিয়র রাইট ব্যাক দ্যানি আলভেজ। বয়স তার ৩৯। আর সব থেকে কনিষ্ঠ গ্যাব্রিয়েল মার্টিনেলি আর রদ্রিগো। বয়স ২১। দুজনেই ফরোওয়ার্ড। স্পেন জাতীয় দলের গড় বয়স সেখানে আরও কম, ২৫.৩৪  বছর। মিডফিল্ডার গাভি তার মধ্যে সবথেকে সব থেকে কনিষ্ঠ। 18 বছর বয়স তাঁর। আর জর্ডি আলবা এবং ডিফেন্ডার সেজার অ্যাজপিলিকুয়েতা ৩৩ বছরেও রয়েছেন স্কোয়াডে। আর্জেন্টিনা দলের গড় বয়স ২৭.৭৬, যেখানে গোলকিপার ফ্রাঙ্কো আরমানি ৩৬ আর লিও মেসি ৩৫। সব থেকে কম বয়সি দুই মিডফিল্ডার এন্জো ফার্নান্ডেজ ও থিয়াগো আলমাদা। দুইজনের বয়স মাত্র ২১। পর্তুগাল ২৬.৮৬ বছর। প্রবীণ ডিফেন্ডার পেপে ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৩৭ বছর বয়সি।। আর তরুণদের মধ্যে সব থেকে ছোট অ্যান্টোনিও সিলভা। মাত্র ১৯। জার্মানি আর ইংল্যান্ড যথাক্রমে, ২৬,৭৩ আর ৩৬.৪২। জার্মানি দলে সব থেকে বয়স্ক গোলকিপার ম্যানুয়েল ন্যয়ার। 36। মাত্র ১৭ বছর বয়সি ইউসোফা মৌকোকো। ইংল্যান্ডের কনিষ্ঠতম স্কোয়াড মেম্বার জুড বেলিংহ্যাম। যার গোলে বিশ্বকাপ অভিযান শুরু ব্রিটিশ দলের। বয়স ১৯। কাইল ওয়াকার আর কিয়েরান ট্রিপিয়ার প্রবীণ। তাদের বয়স ৩২। এছাড়া আয়োজক কাতার দলের গড় বয়স ২৬.৩ বছর। কিন্তু এবার সব থেকে তরুণদের নিয়ে দল ঘানার। গড় বয়স ২৪.৭৩ বছর। 


ফিটনেসই বাজিমাত


শুধু কি মেসি আর রোনাল্ডো? অনেকেই আছেন যাদের বয়স ৪০ এর কাছাকাছি। তাও জাতীয় দলে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ পাচ্ছেন। মেক্সিকোর গোলরক্ষক আলফ্রেডো তালাভেরা। বয়স ৪০। তিনিই এবারের বিশ্বকাপের প্রবীণতম ফুটবলার। এই বয়সেও নিজেদের পারফরম্যান্স বজায় রাখার কারণ কি? সেই খেলোয়াড়ের ওপর দলের নির্ভরযোগ্যতা নাকি বড়ো নাম বলেই! ভারতীয় জাতীয় দলের ডিফেন্ডার প্রীতম কোটালের মতে, " চোট থাকলে যত বড়োই খেলোয়াড় হোক যতই বড় নাম হোক না কোনও দলে কারুর জায়গা হত না। পারফরম্যান্সই শেষ কথা। মেসিও তো এখন নিজের শরীরের বাড়তি মাসেল যোগ করেছেন। ভালো খেলতে গেলে ফিটনেস খুবই জরুরি আর সেটা ঠিক রাখাই হল আসল চ্যালেঞ্জ। ফিটনেসের মাধ্যমেই এই তারকারা বাজিমাত করছেন।"


আরও পড়ুন: বিশ্বকাপ জিতে হাসিমুখে কোচ তিতেকে বিদায়ী জানাতে আগ্রহী রিচার্লিসন