দোহা: দুরন্ত লড়াই করেও ঘানার কাছে পরাজিত হল কোরিয়া প্রজাতন্ত্র (Ghana vs Korea Republic)। ৩-২ গোলে কোরিয়া প্রজাতন্ত্রকে হারাল ঘানা। সেই সঙ্গে শেষ ষোলোয় যাওয়ার দৌড়ে উরুগুয়েকে পিছনে ফেলে দিল ঘানা। ২ ম্যাচের শেষে তাদের পয়েন্ট দাঁড়াল ৩। গ্রুপ এইচ-এ দু'নম্বরে উঠে এল তারা।
সোমবার ঘানার হয়ে জোড়া গোল করলেন মহম্মদ কুদুস। ম্যাচের শুরু থেকে কোরিয়া প্রজাতন্ত্র বক্সে একের পর এক আক্রমণ করতে থাকে ঘানা। যার ফল হিসাবে প্রথমার্ধেই জোড়া গোল করে ফেলে। বিরতির সময় ২-০ গোলে এগিয়ে ছিল ঘানা।
তবে এরপরই পাল্টা লড়াই কোরিয়া প্রজাতন্ত্রের। চো গু সাং মাত্র ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। অপ্রত্যাশিতভাবে ম্যাচ ২-২ করে দেয় কোরিয়া প্রজাতন্ত্র। ঘানার হয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন কুদুস। বারবার ঘানা বক্সে হানা দিয়েও আর গোল করতে পারেনি কোরিয়া প্রজাতন্ত্র।
ক্যাসেমিরোর হুঁশিয়ারি
সোমবার বিশ্বকাপে ফের সাম্বার জাদু দেখার অপেক্ষা। ব্রাজিল (Brazil) নামছে তাদের দ্বিতীয় ম্যাচে। প্রতিপক্ষ স্যুইৎজারল্যান্ড। যে ম্যাচে নেমারকে (Neymar) পাবে না ব্রাজিল। গোড়ালির চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মহাতারকা। যদিও তা নিয়ে ভাবতে নারাজ ব্রাজিল দল। তাদের অন্যতম তারকা ক্যাসেমিরো যেমন বলেই দিচ্ছেন, নেমারের জায়গা নেওয়ার জন্য তৈরি এক ঝাঁক তারকা।
ক্যাসেমিরো বলেছেন, 'নেমারকে নিয়ে কথা বলে বেশ কয়েকদিন কাটিয়ে দেওয়া যায়। ও যেরকম মাপের ফুটবলার, এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। ও যে আমাদের দলের সেরা প্লেয়ার, সেটা অনস্বীকার্য। ওই ফারাক গড়ে দিতে পারে।' এরপরই ক্যাসেমিরো বলেছেন, 'তবে আমাদের দলে আরও অনেক ফুটবলার রয়েছে যারা এই রকম মঞ্চে পারফর্ম করতে পারে। যেমন ভিনিসিয়াস জুনিয়র। যেমন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস। আমরা তো মাঝে মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করি যে, প্রতিপক্ষদের কথা ভেবে আমাদের করুণা হয়। রাফিনহার পরিবর্ত হিসাবে আমাদের হাতে অ্যান্তনি রয়েছে, গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে রিচার্লিসন রয়েছে। রদ্রিগো আছে, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছে...'
আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের