দোহা: সোমবার বিশ্বকাপে ফের সাম্বার জাদু দেখার অপেক্ষা। ব্রাজিল (Brazil) নামছে তাদের দ্বিতীয় ম্যাচে। প্রতিপক্ষ স্যুইৎজারল্যান্ড। যে ম্যাচে নেমারকে (Neymar) পাবে না ব্রাজিল। গোড়ালির চোটের কারণে এই ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন মহাতারকা। যদিও তা নিয়ে ভাবতে নারাজ ব্রাজিল দল। তাদের অন্যতম তারকা ক্যাসেমিরো যেমন বলেই দিচ্ছেন, নেমারের জায়গা নেওয়ার জন্য তৈরি এক ঝাঁক তারকা।


ক্যাসেমিরো বলেছেন, 'নেমারকে নিয়ে কথা বলে বেশ কয়েকদিন কাটিয়ে দেওয়া যায়। ও যেরকম মাপের ফুটবলার, এবং দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে। ও যে আমাদের দলের সেরা প্লেয়ার, সেটা অনস্বীকার্য। ওই ফারাক গড়ে দিতে পারে।' এরপরই ক্যাসেমিরো বলেছেন, 'তবে আমাদের দলে আরও অনেক ফুটবলার রয়েছে যারা এই রকম মঞ্চে পারফর্ম করতে পারে। যেমন ভিনিসিয়াস জুনিয়র। যেমন রিচার্লিসন, গ্যাব্রিয়েল জেসুস। আমরা তো মাঝে মধ্যে নিজেদের মধ্যে আলোচনা করি যে, প্রতিপক্ষদের কথা ভেবে আমাদের করুণা হয়। রাফিনহার পরিবর্ত হিসাবে আমাদের হাতে অ্যান্তনি রয়েছে, গ্যাব্রিয়েল জেসুসের পরিবর্তে রিচার্লিসন রয়েছে। রদ্রিগো আছে, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছে...'





তিতের টোটকা


বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে ছিল ব্রাজিল (Brazil Football Team)। সার্বিয়াকে রীতিমতো দুরমুশ করে জিতেছিল। রিচার্লিসনের সাইড ভলিতে করা গোল নিয়ে এখনও চর্চা চলছে। অনেকের মতে, বিশ্বকাপের সর্বকালের সেরা গোলের তালিকায় ঢুকে পড়েছে রিচার্লিসনের কীর্তি।


আর এই পরিস্থিতিতে ব্রাজিলের ফুটবলারদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে অভিনব পন্থা নিলেন তিতে (Tite)। ব্রাজিলীয় ফুটবলারদের ঘরে ঘরে টাঙিয়ে দিলেন রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের ছবি। সেই সঙ্গে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের অনুপ্রেরণামূলক বার্তা।


ব্রাজিলের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের খবর, নেমার-রিচার্লিসনদের সঙ্গে যে মনোবিদ ছিলেন, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য কোচ তিতেই যথেষ্ট। সেই কারণেই এই সিদ্ধান্ত।


এরপরই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন তিতে। যার মধ্যে অন্যতম, নেমার-রিচার্লিসনদের ঘরে ঘরে রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের মতো ব্রাজিলীয় কিংবদন্তিদের ছবি টাঙানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের কীর্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ফুটবলারদের। পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের উক্তি ছাপিয়ে তাও টাঙানো হয়েছে ফুটবলারদের ঘরে ঘরে।                               


আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের