দোহা: কাতার বিশ্বকাপে অঘটনের পর অঘটন ঘটেই চলেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। ইরানের বিরুদ্ধে ২-০ গোলে হেরে গেল ওয়েলস। গ্যারেথ বেলের (Gareth Bale) দল গোটা ম্যাচে একের পর এক আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ওয়েলস (Wales)। উল্টে ডি বক্সের বাইরে প্রতিপক্ষের স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখতে হল ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসে। গোঁদের ওপর বিষফোঁড়ার মত অতিরিক্ত সময় পরপর ২ গোল হজমও করতে হল। যেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েলস। অন্যদিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬ গোলের ভরাডুবির পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলের দল।


ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণ


কার্লােজ কুইরোজের দলের কাছে এই ম্যাচ ছিল মরণ-বাঁচন প্রায়। টুর্নামেন্টে টিকে থাকতে হলে এই ম্যাচ জিততেই হত ইরানকে। ঠিক সেই কাজটাই করলেন ইরানের ফুটবলাররা। খেলার শুরুতেই মাত্র ১৬ মিনিটের মাথায় গোল পেয়ে গিয়েছিল ইরান। কিন্তু সেই গোল অফ সাইডের জন্য বাতিল হয়ে যায়। ১৬ মিনিটে গোলিজাদা গোল করে ইরানকে এগিয়ে দিলেও অফসাইড হয়ে যায়। আজমুন গোলের কাছাকাছি এসেও ফিনিশ করতে পারেনি। এর আরও বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল ইরান কিন্তু ডি বক্সে ঢুকে খেই হারিয়ে ফেলছিলেন ইরানের তারেমি ও ঘোলিজাদেরা। 


দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে আজমুনের শট পোস্টে লেগে ফিরে আসে। এমনকী মুহূর্তের মধ্যে আরও একটি শট বারে প্রতিহত হয়। নব্বই মিনিটের একদম শে। লগ্নে এসে বাজেভাবে ফাউল করার জন্য লাল কার্ড দেখে বসেন ওয়েলসের গোলরক্ষক। অতিরিক্ত ৯ মিনিট দেওয়া হয়েছিল এই ম্যাচে। আর সেই অতিরিক্ত সময়েই ১ জন প্লেয়ার কম থাকা ওয়েলসের রক্ষণে হানা দিয়ে গোল করে ইরান। 


খেলার ৯৮ মিনিটের মাথায় রোজবে চেসমির গোলে এগিয়ে যায় ইরান। এরপর ওয়েলস মরিয়া হয়ে ওঠে গোলশোধের জন্য। কিন্তু সেই মুহূর্তেই কাউন্টার অ্যাটাক থেকে আরও একটি গোল করে ইরান। বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে রামিন রাজাইনের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় ইরান।


এরপর আর ম্যাচে ফেরার কোনও সময়ই পাননি বেলরা। প্রথম ম্যাচ ড্র। দ্বিতীয় ম্যাচে হার। গ্রুপ বি-তে এই মুহূর্তে ২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে একদম তলানিতে রয়েছে ওয়েলস। অন্যদিকে ইরান দ্বিতীয় স্থানে রয়েছে গ্রুপ বি-তে।