দোহা: খাতায়-কলমে এগিয়ে থেকে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস (Netherlands)। খেলার গতি-প্রকৃতি তেমনই এগােচ্ছিল। কিন্তু এবারের বিশ্বকাপ (Qatar World Cup 2022) যে বারবার অঘটন ঘটিয়েছে। এদিন অঘটন না হলেও নেদারল্যান্ডের (Netherlands) স্বপ্নের তিন পয়েন্টে থাবা বসাল ইকুয়েডর। প্রথমার্ধে শুরুতেই গোল হজম করতে হয়েছিল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোলশোধ করে দিল ইকুয়েডর। 


এদিন খেলার ৬ মিনিটের মাথায় গাকপোর গোলে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে আর কোনও গােল করতে পারেনি কোনও দল। দ্বিতীয়ার্ধে ৪৯ মিনিটের মাথায় গোল করে ম্য়াচে সমতা ফেরায় ইকুয়েডর। বিরতির ঠিক পরে ভ্যালেন্সিয়ার গোলে সমতায় ফেরে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। চলতি বিশ্বকাপে ভ্যালেন্সিয়ার এটি তৃতীয় গোল। তিনিই এখন কাতারে সর্বোচ্চ গোলদাতা। কাতার পরপর ২ ম্যাচ হেরে আগেই খাদের কিনারায় ছিল। এবার নেদারল্যান্ড বনাম ইকুয়েডর ম্যাচ ড্র হওয়ায় আয়োজক দেশটি গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে নিল। 


ইকুয়েডর ও সেনেগাল দুটি দই কাতারকে হারিয়ছে। তবে সেনেগাল হারলেও, ডাচদের রুখে দিয়েছে ইকুয়েডর। মঙ্গলবার ইকুয়েডর আর সেনেগালের মধ্যে যারা জিতবে, তারা নক আউটে উঠবে। আর ড্র হলে ইকুয়েডর উঠে যাবে প্রি কোয়ার্টার ফাইনালে।


ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বার্তা


তাঁর ভবিষ্যত নিয়ে জল্পনার অন্ত নেই। সদ্যই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তাঁর চুক্তি বাতিল করার পর আপাতত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) ক্লাবহীন। তবে জাতীয় দলের হয়ে মাঠে নেমে রোনাল্ডো বুঝিয়ে দিলেন তাঁর মধ্যে এখনও শীর্ষস্তরে খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতায় কোনও ঘাটতি পড়েনি। ঘানার বিরুদ্ধে (Portugal vs Ghana) চলতি বিশ্বকাপে (FIFA WC 2022) নিজের দলের প্রথম ম্য়াচে গোল পান রোনাল্ডো। এই গোলের সঙ্গে সঙ্গেই তিনি ইতিহাসও গড়ে ফেলেন।


প্রথম ফুটবলার হিসাবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন 'সিআর৭'। কবে প্রথম ম্যাচ জিতে আবেগে ভেসে যেতে নারাজ পর্তুগাল অধিনায়ক। দলের সতীর্থদের উদ্দেশে তাই তিনি এক বিশেষ বার্তাও দেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘানাকে হারানোর পর রোনাল্ডো লেখেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এখনও আমরা বলার মতো তেমন কিছুই লাভ করিনি। এটা তো সবে শুরু। আমাদের নিজেদের লক্ষ্যে অটুট। গো পর্তুগাল।'


আরও পড়ুন: কাতারকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল সেনেগাল