দোহা: ঘরের মাঠে বিশ্বকাপ (Qatar World Cup 2022)। কিন্তু পরপর ২ ম্যাচ হেরে এবার টুর্নামেন্ট থেকেই বিদায় নেওয়ার পথে কাতার (Qatar World Cup 2022)। প্রথম ম্যাচে ইকুয়েডরের পর দ্বিতীয় ম্যাচে সেনেগালের (Senegal) বিরুদ্ধে হার। কাতারই বিশ্বের প্রথম দেশ যারা বিশ্বকাপের আয়োজক হিসেবে পরপর ২ ম্যাচে হারের মুখ দেখল। সাদিও মানের মত তারকা ফুটবলারের অনুপস্থিতির পরও ৩-১ গোলে কাতারকে হারিয়ে দিল সেনেগাল। ৩ পয়েন্টও ঝুলিতে পুরে নিল তারা।


সেনেগাল তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল। অন্যদিকে কাতার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নেমেছিল ইকুয়েডরের বিরুদ্ধে। সেই ম্যাচে ২-০ গােলে জয় ছিনিয়ে নিয়েছিল ইকুয়েডর। খাতায় কলমে সেনেগাল যে কাতারের থেকে কয়েক গুন এগিয়ে থেকেই মাঠে নামবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। এই পরিস্থিতিতে খেলার ৪১ মিনিটের মাথায় প্রথম গোলের মুখ দেখে সেনেগাল। এরপর আর কোনও গোল পায়নি ২ দল। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সেনেগাল। 


দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটের মাথায় ফামারার গোলে ব্য়বধান বাড়ায় সেনেগাল। এরপর ৭৮ মিনিটের মাথায় কাতারের হয়ে এক গোল শোধ করলেন মহম্মদ মুনতারি। সেনেগালের ব্যবধান আরও বাড়িয়ে দেন বাম্বা ডিয়েংয়ের। এরপর আর কোনও গোল হয়নি। ২৯ বছর ৩৪৫ দিন বয়সে সেনেগালের বরিষ্ঠ ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করেন ফামারা।


ওয়েলসের হার


কাতার বিশ্বকাপে অঘটনের পর অঘটন ঘটেই চলেছে। শুক্রবারও তার ব্যতিক্রম হল না। ইরানের বিরুদ্ধে ২-০ গোলে হেরে গেল ওয়েলস। গ্যারেথ বেলের (Gareth Bale) দল গোটা ম্যাচে একের পর এক আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি ওয়েলস (Wales)। উল্টে ডি বক্সের বাইরে প্রতিপক্ষের স্ট্রাইকারের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখতে হল ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসে। গোঁদের ওপর বিষফোঁড়ার মত অতিরিক্ত সময় পরপর ২ গোল হজমও করতে হল। যেখান থেকে আর ম্যাচে ফিরতে পারেনি ওয়েলস। অন্যদিকে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬ গোলের ভরাডুবির পর দারুণভাবে ঘুরে দাঁড়াল বেলের দল।


রোনাল্ডোর বার্তা


প্রথম ফুটবলার হিসাবে পাঁচ বিশ্বকাপে গোল করার রেকর্ড গড়লেন 'সিআর৭'। কবে প্রথম ম্যাচ জিতে আবেগে ভেসে যেতে নারাজ পর্তুগাল অধিনায়ক। দলের সতীর্থদের উদ্দেশে তাই তিনি এক বিশেষ বার্তাও দেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ঘানাকে হারানোর পর রোনাল্ডো লেখেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ জেতাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তবে এখনও আমরা বলার মতো তেমন কিছুই লাভ করিনি। এটা তো সবে শুরু। আমাদের নিজেদের লক্ষ্যে অটুট। গো পর্তুগাল।'