দোহা: পেনাল্টি থেকে গোল করে সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। যদিও ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্তিনার মহানায়ককে।


শ্রেষ্ঠত্বের বিচারে মেসির নিকটতম প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোও (Cristiano Ronaldo) বিশ্বকাপে পর্তুগালের প্রথম ম্যাচে গোল করে দলকে এগিয়ে দিলেন। কিন্তু তার পরেও যখন ঘানা (Portugal vs Ghana) সেই গোল শোধ করে দিল, অনেকে প্রমাদ গুনেছিলেন। মেসির মতোই কি মাথা হেঁট করে মাঠ ছাড়তে হবে সিআরসেভেনকে?


কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। হাড্ডাহাড্ডি ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করল পর্তুগাল।


প্রথম থেকেই ম্যাচে দাপট দেখায় পর্তুগাল। দুই প্রান্ত ধরে আক্রমণ তুলে আনছিল তারা। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি পর্তুগাল। প্রথম কয়েক মিনিটে তেমন ভাবে সক্রিয় হতে দেখা যায়নি রোনাল্ডোকে।


প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় প্রথম সুযোগ পান রোনাল্ডো। যদিও ঘানার গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি সি আর সেভেন। ব্রুনো ফার্নান্দেজ বল বাড়ান ফাঁকায় থাকা রোনাল্ডোর দিকে। ঘানার বক্সের মধ্যে ঢুকে গোলরক্ষকের উপর দিয়ে মারার চেষ্টা করেন তিনি। কিন্তু পারেননি। ২ মিনিট পরে আবার গোল করার সুযোগ পান রোনাল্ডো। এ বার হেডে। কিন্তু ঠিক জায়গায় বল লাগাতে পারেননি। তাই পোস্টের বাইরে দিয়ে বল বেরিয়ে যায়।


ধীরে ধীরে ম্যাচে ফেরার চেষ্টা করে ঘানা। পুরোপুরি রক্ষণাত্মক না হয়ে নিজেদের মধ্যে বল খেলে মাঝে মাঝে আক্রমণে ওঠার চেষ্টা করে তারা। কিন্তু তেমন ভাবে কোনও ভাল আক্রমণ দেখা যায়নি। বেশি সুযোগ তৈরি করে পর্তুগাল। কিন্তু গোল করতে পারেনি তারা। বের্নার্দো সিলভা, ফেলিক্সরা মাঝেমধ্যে বক্সের মধ্যে ঢুকলেও গোলের মুখ খুলতে পারেননি।


 




প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন রোনাল্ডো। যদিও তার ৮ মিনিটের মধ্যে সমতা ফেরান ঘানার অধিনায়ক আন্দ্রে আয়েউ। ৭৮ মিনিটে হোয়াও ফেলিক্স পর্তুগালের দ্বিতীয় গোলটি করেন। তার ২ মিনিটের মধ্যে ৩-১ করেন রাফায়েল লিয়াও। ৮৯ মিনিটে ওসমান বুকারি ব্যবধান কমান। কিন্তু আর সমতা ফেরাতে পারেননি। পর্তুগাল ম্যাচ জেতে ৩-২ ব্যবধানে।


আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর