দোহা: এত সাদামাটা কোচ বিশ্বফুটবল খুব কম দেখেছে। লুকনো পছন্দ করেন না আর্জেন্তিনার (Argentina Football Team) কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)। কোনও কিছুই গোপন করেন না। বিশ্বকাপে কোনও দলের হেড কোচ হিসাবে তাঁর আত্মপ্রকাশের ২৪ ঘণ্টাও বাকি নেই। মঙ্গলবার ভারতীয় সময় দুপুর সাড়ে তিনটেয় সৌদি আরবের মুখোমুখি হবেন লিওনেল মেসিরা (Lionel Messi)। তার আগে ফুরফুরে মেজাজে স্কালোনি।


কাতার মেসির শেষ বিশ্বকাপ হতে পারে। স্কালোনি সোমবার জানিয়েছেন যে, কোন দল তিনি খেলাবেন সেই বার্তা দলের সকলের কাছে ইতিমধ্যেই পৌঁছে দিয়েছেন। তবে জিওভান্নি লো সেলসোর পরিবর্তে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্তার ও পাপু গোমেজের মধ্যে কে খেলবেন, সংবাদমাধ্যমের সামনে তা ভাঙেননি স্কালোনি।


'দু'জনের মধ্যে যে কোনও একজন খেলবে,ধোঁয়াশা বজায় রেখেছেন স্কালোনি। পাশাপাশি জানিয়ে দিয়েছেন, শেষ মুহূর্তে পরিকল্পনা বদল করবেন না তিনি। দোহার বিশ্ববিদ্যালয় মাঠে প্রস্তুতি সেরেছে আর্জেন্তিনা দল। ২০২১ সালের কোপা আমেরিকা ও চলতি বছরে ফাইনালিসিমা জিতেছেন মেসিরা। লা আলবিসেলেস্তেদের নিয়ে মানুষের প্রত্যাশার পারদও বেড়েছে।


স্কালোনি বলেছেন, 'বাস্তব হল দল এখন আগের চেয়ে বেশি শান্ত থাকতে পারছে কারণ ট্রফি জিততে না পারার চাপটা আর নেই। আমি ওদের সব সময় বলি, এমনকী ট্রফি জেতার আগেও বলেছিলাম যে, আগামীকাল সূর্য উঠবে। আর এভাবেই নিজেদের ফুটবলের উন্নতি করা সম্ভব ছিল। সেটা আমরা পেরেওছি। বিশ্বকাপ খেলার মূলমন্ত্রই হল, স্বাধীন থাকতে হবে।'


সমর্থকদের প্রত্যাশা নিয়ে স্কালোনি বলেছেন, 'আর্জেন্তিনার সমস্ত আবেগপ্রবণ মানুষকে বলব, আমরা এমন একটা দল যারা সব কিছু ত্যাগ করতে প্রস্তুত। তবে জীবন থেমে থাকে না। বিশ্বকাপে খেলতে পারাার মতো সুন্দর জিনিস আর হয় না। এর থেকে যত সম্ভব নাটক বার করে নিতে হবে। আমাদের খেলোয়াড়দের মান যথেষ্ট ভাল আর ওরা জানে বড় মঞ্চে কী করতে হয়।'


নিজেদের চাপমুক্ত রাখার উদ্দেশেই স্কালোনি বলেছেন, 'আমরা বিশ্বকাপ জিততেই হবে ভেবে নামছি না। আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি যাতে মানুষ জাতীয় দলের খেলা দেখতে পায়। মেসি, গোটা আর্জেন্তিনা ও বাকি বিশ্বও টুর্নামেন্টটা উপভোগ করছে। এটা ভাবতে দারুণ লাগছে যে, ও বিশ্বকাপটা খেলতে পারছে।'


স্কালোনি যোগ করেছেন, 'যে সব দল ফেভারিট হিসাবে শুরু করে, তারা সাধারণত বিশ্বকাপ জেতে না। আট থেকে দশটা দল আছে যারা বিশ্বকাপ জিততে পারে আরক তাদের বেশিরভাগই ইউরোপের দল। সাম্প্রতিক সময়ে লাতিন আমেরিকার দল ফাইনালে পৌঁছতেও বেগ পেয়েছে।'


আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?