নয়াদিল্লি: ক্লাব ফুটবল মরশুম শেষের পর শুরু হয়েছে আন্তর্জাতিক ফুটবল। পরের বছর বিশ্বকাপে যোগ্যতা অর্জন পর্বের (FIFA WC Qualifiers) ম্য়াচে আজ মাঠে নেমেছিল লাতিন আমেরিকান হেভিওয়েটরা। একদিকে যেখানে সমর্থকরা অপেক্ষা করে ছিলেন সাত মাস পরে জাতীয় দলে ফেরা লিওনেল মেসির (Lionel Messi) খেলা দেখার জন্য, সেখানে ব্রাজিল অনুরাগীরা কার্লো আনসেলোত্তির তত্ত্বাবধানে প্রথমবার নামা ব্রাজিল (Brazil Football Team) কেমন খেলে সেই দিকে তাকিয়ে ছিলেন।
ইকুয়েডরের বিরুদ্ধে মাঠে নেমে ব্রাজিল হতাশই করল বলা চলে। বেশ কয়েকটি সুযোগ পেয়েও ইকুয়েডরের শক্তিশালী রক্ষণের সামনে আটকে যান ভিনিসিয়াস জুনিয়াররা। ম্যাচ গোলশূন্য় ড্রয়ে শেষ হয়ে যায়। অপরদিকে, লা আলবেসেলিস্তের হয়ে প্রত্যাবর্তন ম্যাচে মেসিকেও বেশ ফিঁকে দেখায়। তবে জুলিয়ান আলভারেজ় একমাত্র গোলে চিলিকে হারায় বিশ্বচ্যাম্পিয়নরা।
ইকুয়েডরের বিরুদ্ধে ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে তেমন বড় গোলের সুযোগই তৈরি করতে পারেনি। সবথেকে বড় সুযোগটা সম্ভবত পেয়েছিলেন ভিনিসিয়াস জুনিয়র। তবে তা সহজেই ইকুয়েডর গোলরক্ষক প্রতিহত করেন। দ্বিতীয়ার্ধে ইকুয়েডরও সুযোগ পায়। তবে নিলসন অ্যাঙ্গুলো অফসাইডের জালে বাধা পান। আনসেলোত্তির দলের হয়ে আরেকটি বড় সুযোগ পান রিচার্লিসন। ভিনিসিয়াসের পাস থেকে গোলের সামনে অবশ্য তাঁর ওই শট সম্পর্কে যত কম কথা বলা যায়, ততই ভাল। কাসেমিরোর শটও রুখে দেন ইকুয়েডর গোলরক্ষক। ম্যাচ গোলশূন্যই শেষ হয়।
এই ম্যাচে এক পয়েন্ট পেয়ে ইকুয়েডর আসন্ন বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পথে বেশ ভাল জায়গায় রয়েছে। ইকুয়েডর লাতিন আমেরিকার বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনার পরেই ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ২২ পয়েন্ট আপাতত চতুর্থ স্থানে ব্রাজিল। তারা পরবর্তী ম্য়াচে প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। প্যারাগুয়ে কিন্তু নিজেদের ম্যাচে উরুগুয়ের বিরুদ্ধে বিরাট বড় জয় পায়। ২-০ স্কোরলাইনে জয় পায় তারা।
অপরদিকে, আর্জেন্তিনা চিলির বিরুদ্ধে মাত্র ১৬ মিনিটেই ম্যাচে এগিয়ে যায়। লিওনেল মেসির অনুপস্থিতিতে জুলিয়ান আলভারেজ দলের একমাত্র গোলটি করেন। ম্য়াচে আর কোনও গোল হয়নি। মেসি ম্যাচের ৫৮তম মিনিটে মাঠে নামেন। তবে এদিন প্রায় ৪০ মিনিট খেললেও, তাঁর পারফরম্যান্স বেশ সাধারণ মানেরই ছিল। ৬৭ মিনিটে মেসি গোলমুখী একটি শট নেন। মিনিট ১০ পরে ফ্রি-কিক তেকাঠির মধ্যেও রাখতে সক্ষম হয়, তবে তা সহজেই আটকে দেন চিলি গোলরক্ষক। ৮৩ মিনিটে একটা ডিফেন্সভেদী পাস আসে বটে মেসির পা থাকে, তবে তা জালে জড়াতে ব্যর্থ হন। তবে এই ড্র সত্ত্বেও যোগ্যতা অর্জন পর্বের বোর্ডে নিজেদের বিভাগে শীর্ষেই রইলেন মেসিরা। এরপর তারা কলম্বিয়ার বিরুদ্ধে মাঠে নামবে।