দোহা: এমনটাও যে হতে পারে, তা কেউই স্বপ্নেও কি ভেবেছিল? উত্তরটা নিঃসন্দেহে না। কিন্তু এমনটাই হল। কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম অঘটন। সৌদি আরবের (Saudi Arab) বিরুদ্ধে হেরে গেল লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্তিনা (Argentina)। একটি গোল পেনাল্টি থেকে করলেও পুরো ম্যাচে প্রায় নিষ্প্রভই থাকলেন মেসি। এক নজরে দেখে নেওয়া যাক আর্জেন্তিনা বনাম সৌদি আরব ম্যাচ শেষে কিছু পরিসংখ্যান -


১. ১৯৫৮ সালে জার্মানির বিরুদ্ধে শেষবার বিশ্বকাপের ম্যাচে প্রথমে গোল করেও ম্যাচ হারতে হয়েছিল আর্জেন্তিনাকে। ১৯৩০ সালে ফাইনালে উরুগুয়ের বিরুদ্ধে শেষবার প্রথম অর্ধে এগিয়ে থেকে ম্যাচ হেরেছিল নীল সাদা শিবির।


 


২. ১৯৯০ সালে ক্যামেরন ইউরোপ মহাদেশের বাইরের কোনও দল হিসেবে আর্জেন্তিনাকে হারিয়েছিল। এরপর এই প্রথমবার ইউরোপের বাইরের কোনও দেশের কাছে হারল আর্জেন্তিনা। সৌদি আরব প্রথম এশিয়ার দল হিসেবেও আর্জেন্তিনাকে হারাল।


 


৩. শেষ তিনটি বিশ্বকাপে আর্জেন্তিনাকে যে তিনটি দল হারিয়েছে, তাঁদের মধ্যে কেউ বিশ্বকাপ জিতেছে তো কেউ ফাইনাল খেলেছে। যেমন ২০১৪ সালে জার্মানি আর্জেন্তিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। ২০১৮ সালে আর্জেন্তিনাকে হারিয়েছিল ফ্রান্স। তারা পরে বিশ্বচ্যাম্পিয়ন হয়। আর সেই বছরই ক্রোয়েশিয়াও আর্জেন্তিনাকে হারিয়েছিল। তারা রানার্স আপ হয় ফরাসিদের কাছে হেরে। 


 


৪. আর্জেন্তিনার লিওনেল মেসি বিশ্বের পঞ্চম প্লেয়ার হিসেবে চারটি আলাদা আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়লেন। এর আগে ২০০৬, ২০১৪, ২০১৮ সালে বিশ্বকাপের মঞ্চে গোল করেছিলেন মেসি। তালিকায় মেসির আগে পেলে, সিলার, ক্লোজে ও রোনাল্ডো রয়েছেন। 


 


৫. ২০১৯ সালের জুলাইয়ের পর থেকে যে কোনও টুর্নামেন্টে প্রথম ম্য়াচে হার এই প্রথম আর্জেন্তিনার। 


 


৬. লিওনেল মেসি আর্জেন্তিনার শেষ ৫টি ম্যাচে টানা গোল করলেন। এই নিয়ে দ্বিতীয়বার এই নজির গড়লেন তিনি। এর আগে ২০১১ নভেম্বর থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত পাঁচটি ম্য়াচে টানা গোল করেছিলেন মেসি। 


 


৭. সালেম আলদসারি সৌদি আরবের তৃতীয় ফুটবলার যিনি বিশ্বকাপের মঞ্চে একটির বেশি গোল করেছেন। তাঁর আগে রয়েছেন সামি আল জাবের (৩) ও ফুয়াদ আমিন (২)। আলদসারি এর আগে ২০১৮ বিশ্বকাপে গোল করেছিলেন। 


 


এদিন ৪-২-৩-১ ছকে দল সাজিয়েছিল আর্জেন্তিনা। ৪-৪-১-১ ছকে খেলছিল সৌদি আরব। তবে দ্বিতীয়ার্ধে নতুন উদ্যমে শুরু করে সৌদি আরব। খেলার গতির বিরুদ্ধেই গোল খেয়ে বসে আর্জেন্তিনা। ৪৮ মিনিটে গোল করে সমতায় ফেরান আলশেহরি। তার ৫ মিনিটের মধ্যে আলদসারি ২-১ করেন। বক্সের বাঁদিক থেকে তাঁর গোলার মতো শটের কোনও হদিশ পাননি আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।


২ গোল হজম করে তেড়েফুঁড়ে খেলতে শুরু করে আর্জেন্তিনা। কিন্তু বিপক্ষের গোলমুখ আর খুলতে পারেনি। সৌদি আরব বক্সের বাইরে দুটি ফ্রি কিক পায় আর্জেন্তিনা। দুবারই লক্ষ্যভ্রষ্ট হন মেসি। ৫৯ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন আর্জেন্তিনার কোচ লিওনেল স্কালোনি। আলেজান্দ্রো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ ও এঞ্জো জেরেমেইসকে নামান তিনি। তাতে আর্জেন্তিনার খেলায় ধার বাড়লেও, গোল হয়নি।