দোহা: রাত পোহালেই বিশ্বকাপের (Football World Cup) বোধন। ফুটবল গ্রহের সেরা টুর্নামেন্ট। অংশগ্রহণ করছে ৩২টি দেশ। প্রত্যেক দেশে তারকা ফুটবলারের ছড়াছড়ি। একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, নেমার দ্য সিলভা স্যান্তোস জুনিয়রের মতো মহাতারকারা, অন্যদিকে রয়েছেন জারদান শাকিরি, রবার্ট লেয়নডস্কি, গ্যারেথ বেল, থোমাস মুলারের মতো বিশ্ব ফুটবলের নক্ষত্ররা। হাড্ডাহাড্ডি ফুটবল লড়াইয়ের মঞ্চ প্রস্তুত।


তার আগে আগ্রহ তৈরি হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে। ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠানে বরাবরই থাকে চমক। অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, তা নিয়ে তুমুল চর্চা হয়।


এবারের বিশ্বকাপ এমনিতেই ব্যতিক্রমী। এই প্রথম প্রচলিত সময় নয়, ছক ভেঙে বিশ্বকাপ হচ্ছে নভেম্বর-ডিসেম্বরে। কাতারের আবহাওয়া ও তাপমাত্রার কথা ভেবেই এমন সিদ্ধান্ত। রবিবার উদ্বোধনী অনুষ্ঠান হবে দোহার আল বায়েত স্টেডিয়ামে। ৬০ হাজার দর্শক এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতিমধ্যেই সাজো সাজো রব দোহায়।


কারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে? ফিফা এখনও কোনও তালিকা জানায়নি। তবে দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএস-এর প্রধান গায়ক জানকুকের থাকার কথা রয়েছে। এ ছাড়া ব্ল্যাক আইড পিস, রবি উইলিয়ামস এবং ভারতের বলিউডি তারকা নোরা ফতেহির পারফর্ম করার কথা। ব্রিটেনের গায়িকা ডুয়া লিপাও থাকবেন। তবে চমক হতে পারেন কলম্বিয়ার গায়িকা শাকিরা। স্পেনের ফুটবলার পিকে-র স্ত্রী অনুষ্ঠানে থাকবেন বলে কোনও কোনও মহল থেকে বলা হচ্ছে।


গত কয়েকটি বিশ্বকাপে শাকিরা (Shakira) তাঁর সঙ্গীত দিয়ে আলাদা মাত্রা যোগ করেছেন। ২০১০ সালের বিশ্বকাপের অফিসিয়াল গান 'ওয়াকা ওয়াকা' গেয়েছিলেন তিনি। রাশিয়া বিশ্বকাপেও পারফর্ম করেছিলেন।


 






কোথায় দেখবেন


বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ভারতীয় সময় সন্ধ্যা ৭.৩০-এ। অনুষ্ঠান সরাসরি দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। পাশাপাশি মোবাইলে জিও সিনেমা অ্যাপেও দেখা যাবে অনুষ্ঠান।


অনুষ্ঠান শেষ হওয়ার পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি আয়োজক দেশ কাতার ও ইকুয়েডর। সেই ম্যাচ সরাসরি দেখা যাবে রাত ৯.৩০ থেকে।                                                                                                                           


আরও পড়ুন: আজুরিরা নেই, তবে বিশ্বকাপের প্রথম ম্যাচেই দায়িত্বে ইতালির ডানিলে