দোহা: প্রায় ৩০টি টিভি ক্যামেরা। কয়েক ডজন ফটোগ্রাফার। দুশোরও বেশি সাংবাদিক, যাঁরা এসেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে। দোহা প্রেস সেন্টারের এক নম্বর হলে সকলে অপেক্ষা করছিলেন শুধু একজনের জন্য। আচমকা বিরাট হলঘরের দরজাটা খুলে গেল। হাসতে হাসতে ঘরে ঢুকলেন লিওনেল আন্দ্রে মেসি (Lionel Messi)।


প্রত্যেক ম্যাচের আগে বাধ্যতামূলক সাংবাদিক সম্মেলন। তিনি নিজে না এসে কোচ বা সতীর্থ কাউকে পাঠিয়ে দিতে পারতেন। কিন্তু নিজে হাজির হয়ে গেলেন মেসি। ফুরফুরে। খোশমেজাজে। এবং নিজের ফিটনেস নিয়ে তৈরি হওয়া জল্পনাকে মাঠের বাইরে ফেললেন।


কথা বলতে শুরু করলেন মেসি। গোটা হলঘর যেন তাঁর মুখ থেকে উচ্চারিত প্রত্যেকটি শব্দ গিলছে। ভারতীয় সময় মঙ্গলবার দুপুর সাড়ে তিনটেয় সৌদি আরবের বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু আর্জেন্তিনার। মেসি বললেন, 'আমি শারীরিকভাবে দারুণ জায়গায় রয়েছি। ব্যক্তিগতভাবে ও শারীরিকভাবে দারুণ একটা মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। আমার কোনও সমস্যা নেই। অনেকে বলছেন আমি আলাদা প্র্যাক্টিস করছি। আমার একটা আঘাত লেগেছিল বলে আলাদা প্র্যাক্টিস করছিলাম। সেটা তো স্বাভাবিক।'


তার আগেই গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটা ছবি। মেসির ডান পায়ের ফোলা গোড়ালি। যা মোজার ওপর থেকেও বোঝা যাচ্ছে। যদিও চোটের তত্ত্ব উড়িয়ে দিয়েছেন মেসি স্বয়ং। তিনি জানিয়েছেন, বছরের অন্য একটা সময়ে খেলা হচ্ছে বলে এবারের বিশ্বকাপটা বেশ আলাদা রকমের। পাশাপাশি মেসি বলেছেন, 'আমি কোনও আলাদা প্রস্তুতি নিচ্ছি না। ম্যাচ খেললেই আমার ভাল অনুভূতি হয়। আমি খেলার মধ্যে থাকলেই স্বস্তি পাই। বিশ্বকাপের আগেও সেটাই করেছি। আলাদা কিছু করছি না।'


সেই সঙ্গে মেসি বলেছেন, 'অবশ্যই এটা আমার শেষ বিশ্বকাপ হতে চলেছে। আমার, আমাদের সকলের মহান স্বপ্ন পূরণ করার এটাই শেষ সুযোগ। জানি না এটা কেরিয়ারের সবচেয়ে সুন্দর মুহূর্ত কি না, তবে আমার ভাল লাগছে। প্রত্যেক মুহূর্ত চুটিয়ে উপভোগ করতে চাই। আগে এতটা উপভোগ করতে পারতাম না। পরের ম্যাচের কথা ভাবতে শুরু করে দিতাম। আরও ম্যাচ জিততে চাইতাম।' সতীর্থদেরও তাঁর পরামর্শ, 'বিশ্বকাপ উপভোগ কর। যতটা পারো জমিয়ে আনন্দ করো।'


সৌদি আরবকে সমীহ করছেন মেসি। বলছেন, 'বিশ্বকাপের প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। আমাদের অনেকের কাছে এটা প্রথম বিশ্বকাপ। প্রত্যেকে স্নায়ুর চাপ যতটা ভাল সম্ভব সামলাবে। মাঠে প্রথম পাঁচ মিনিট কেটে গেলেই আমরা স্বাভাবিক হয়ে উঠব। আমরা প্রতিপক্ষদের সব সময় শ্রদ্ধা করি।'


অধিনায়ক তৈরি। সঙ্গে আর্জেন্তিনাও।


আরও পড়ুন: ঝাঁ চকচকে রুম, কাতারে মেসির অন্দরমহলে উঁকি মারবেন?