দোহা: কাতারের বিশ্বকাপ হবে অঘটনের টুর্নামেন্ট। যে কেউ নন, এমন পূর্বাভাস করেছেন জার্মান কিংবদন্তি য়ুর্গেন ক্লিন্সম্যান (German legend Jurgen Klinsmann)। তাঁর মতে, আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করা দেশও বহুদূর যেতে পারে।




এই প্রথম প্রথামাফিক জুন-জুলাইয়ে নয়, বিশ্বকাপ হচ্ছে নভেম্বরে। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইকুয়েডর মুখোমুখি হয়েছে আয়োজক দেশ কাতারের।


এরই মাঝে দোহায় সাংবাদিকদের ক্লিন্সম্যান বলেছেন, 'আমার মনে হয় এটা অঘটনের বিশ্বকাপ হবে। কারণ, আফ্রিকাস এশিয়ার কোনও দল যারা আন্ডারডগ হিসাবে টুর্নামেন্ট শুরু করছে, তারা সাহস দেখাতে পারলে টুর্নামেন্টে অনেক দূর যাবে। এই টুর্নামেন্ট শুধু নিজেদের রক্ষণ জমাট করে আগলে যাওয়ার টুর্নামেন্ট হবে না। এই টুর্নামেন্ট সাহসী হওয়ার আর এগিয়ে যাওয়ার মঞ্চ হবে।'


 ক্লিন্সম্যান ২০১৪ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ ছিলেন। এখন তিনি ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের সদস্য। সেই হিসাবেই কাতারে গিয়েছেন। পশ্চিম জার্মানির হয়ে ১৯৯০ বিশ্বকাপজয়ী দলের কিংবদন্তি সদস্য বলেছেন, 'এই টুর্নামেন্টে শুধু রক্ষণাত্মক মানসিকতা নিয়ে বেশি দূর যাওয়া যাবে না।'


 


উদ্বেগে বেলজিয়াম


অন্যতম ফেভারিট হিসাবে কাপ অভিযান শুরু করবে বেলজিয়াম (Belgium)। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বিরাট ধাক্কা খেল তারা। বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে তারকা ফুটবলারকে পাবে না ইউরোপের প্রবল শক্তিশালী দেশ।


বিশ্বকাপের গ্রুপ এফে রয়েছে বেলজিয়াম। কানাডা, মরক্কো ও ক্রোয়েশিয়ার সঙ্গে। তবে কানাডা ও মরক্কোর বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে খেলতে পারবেন না রোমেলু লুকাকু (Romelu Lukaku)। তবে গ্রুপ এফ-এর শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ফিরতে পারেন তারকা স্ট্রাইকার, খবর বেলজিয়াম দল সূত্রে।


শুক্রবার কাতারে পৌঁছেছে বেলজিয়াম। রবিবারই প্রথম পুরোদমে প্র্যাক্টিস করলেন রেড ডেভিলরা। সেই প্রস্তুতিতে ছিলেন না লুকাকু। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। এখনও ম্য়াচ ফিট হননি।


বেলজিয়ামের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা লুকাকু। দেশের জার্সিতে ১০২ ম্যাচে ৬৮ গোল রয়েছে তাঁর। তিনি পুরোপুরি ফিট নন জেনেও বিশ্বকাপের দলে রেখেছিলেন কোচ রবার্তো মার্তিনেজ। চেলসির হয়ে খারাপ পারফরম্যান্সের পর ইন্টার মিলানে গিয়েছিলেন লুকাকু। কিন্তু ১৮ মাস খারাপ সময় কেটেছে তাঁর। ক্লাব ফুটবলেও সেরা ছন্দে দেখা যায়নি। লাজিওর বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছিলেন লুকাকু। সেই চোট সারিয়ে মাঠে ফেরেন লুকাকু। ভিক্টোরিয়া প্লেনের বিরুদ্ধে ম্যাচে খেলেনও। কিন্তু ফের তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লাগে।


আরও পড়ুন: ব্যাট হাতে জ্বলে উঠলেন সূর্য, শতরান করে ভাগ বসালেন রোহিতের কৃতিত্বে