নয়াদিল্লি: বিশ্বকাপ বাছাই পর্বে ভারতের পরবর্তী ম্যাচের জন্য ২৩ জনের দল ঘোষণা করে দিলেন কোচ ইগর স্টিমাচ। এই ২৩ জনকে নিয়ে শনিবার সন্ধ্যায় দোহা রওনা হবেন স্টিমাচ। কুয়েতের বিরুদ্ধে ম্যাচে জিতলে প্রথমবার বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার সম্ভাবনা উজ্জ্বল হত ভারতের। এই ম্যাচের আগে তিন সপ্তাহের প্রস্তুতি শিবির করার পর সে রকমই আশা করেছিলেন স্টিমাচ। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। গোলশূন্য ম্যাচের পর পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুই দল।
এই ড্রয়ের ফলে এশীয় বাছাই পর্বে গ্রুপ ‘এ’ তে ভারত পাঁচ ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে দু’নম্বরে রয়ে গেল। পাঁচ ম্যাচে চার পয়েন্ট পেয়ে চার নম্বরে কুয়েত। গত রাতে কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্র করে চার নম্বরে থাকা আফগানিস্তান পাঁচ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠে এসেছে। আগামী ১১ জুন একদিকে যখন ভারত ও কাতার মুখোমুখি হবে, তখন কুয়েত ও আফগানিস্তানও একে অপরের বিরুদ্ধে খেলবে।
তৃতীয় রাউন্ডে পৌঁছতে হলে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে ভারতের সামনে জয় ছাড়া কোনও উপায় নেই, যা বেশ কঠিন। তবে আফগানিস্তান ও কুয়েতের মধ্যে ম্যাচ যদি ড্র হয়, তা হলে ভারতের পক্ষে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে ড্র করে তৃতীয় রাউন্ডের দরজা খুলে ফেলা সম্ভব। কারণ, গোল পার্থক্যে আফগানিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। অপর ম্যাচে ফয়সালা হলে অবশ্য ভারতের সামনে জয় ছাড়া কোনও রাস্তা থাকবে না।
কাতারের বিরুদ্ধে আসন্ন ম্যাচ নিয়ে স্টিমাচ বলেছেন, “আমাদের ও ওদের দলের বেশিরভাগ খেলোয়াড়দেরই বয়স যে রকম, তাতে মনে হয় দুটো অনূর্ধ্ব ২৩ দলের মধ্যে ম্যাচ হতে চলেছে। ওই ম্যাচ থেকে অনেক কিছু পাওয়ার আশা করছি আমি”। যদিও ফিফা ক্রমতালিকায় কাতারের স্থান ৩৪-এ, ভারতের চেয়ে ৮৭ ধাপ এগিয়ে। কাতারের বিরুদ্ধে এ পর্যন্ত পাঁচটি ম্যাচের মধ্যে একটিতে জিতেছে ও দু’টিতে ড্র করেছে ভারত।
কুয়েতের বিরুদ্ধে গোলশূন্য ম্যাচের দল থেকে বাদ পড়েছেন তিন ডিফেন্ডার অময় রানাওয়াডে, লালচুংনুঙ্গা ও শুভাশিস বোস। সুনীল ছেত্রী গত ম্যাাচের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন। ফলে তাঁকে এই ম্যাচে পাওয়া যাবে না। কাতারের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় স্কোয়াড এ রকম-
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কয়েথ।
ডিফেন্ডার: আনোয়ার আলি, জয় গুপ্তা, মেহতাব সিং, নরেন্দ্র, নিখিল পূজারি, রাহুল ভেকে।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এডমন্ড লালরিন্দিকা, জিকসন সিং, লালিয়ানজুয়ালা ছাংতে, লিস্টন কোলাসো, মহেশ সিং নাওরেম, নন্দকুমার সেকর, সহাল আব্দুল সামাদ, সুরেশ সিং ওয়াংজাম।
ফরোয়ার্ড: ডেভিড লাল্লনসাঙ্গা, মনবীর সিং, রহিম আলি, সুনীল ছেত্রী, বিক্রম প্রতাপ সিং। তথ্য সংগ্রহ: আইএসএল