বুয়েনস আইরেস: ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ধাক্কা খেল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina vs Paraguay)। লিওনেল মেসি (Lionel Messi) খেললেন নীল সাদা জার্সিতে। তবু প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেল তিনবারের বিশ্বজয়ীরা। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে প্রথম হার আর্জেন্তিনার। অন্য ম্যাচে আটকে গেল ব্রাজিলও। ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।


প্যারাগুয়ের বিরুদ্ধে ম্যাচের ১১ মিনিটে গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দিয়েছিলেন লউতারো মার্তিনেজ (Lautaro Mart­nez)। ভার প্রযুক্তি ব্যবহার করে গোলটি দেওয়া হয়। তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আর্জেন্তিনা। ১৯ মিনিটের মাথায় দর্শনীয় বাইসাইকেল কিকে ১-১ করে দেন প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়া (Antonio Sanabria)। ঘরের মাঠে এরপরেও চাপ ধরে রাখে প্যারাগুয়ে। বিরতির ঠিক পরেই, ৪৭ মিনিটে ওমর আনদারেতে (Omar Alderete) হেড থেকে গোল করে ২-১ এগিয়ে দেন প্যারাগুয়েকে। সেই গোল আর শোধ করতে পারেনি আর্জেন্তিনা। আলদারেতে বেশ কয়েকটি কড়া ট্যাকল করলেও ব্রাজিলের রেফারি কার্ড দেখাননি। যা নিয়ে মেসির সঙ্গে রেফারির কথা কাটাকাটিও হয়।


আরও পড়ুন: আইপিএল নিলামের আগে বিধ্বংসী ছন্দে ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত পাকিস্তান


ম্যাচের পর আর্জেন্তিনার গোলদাতা মার্তিনেজ বলেন, 'আমরা কঠিন একটা ম্যাচ খেললাম। এমন একটা জায়গায়, যেখানে জাতীয় দল বারবার সমস্যায় পড়েছে। আমরা অনেক কিছু ভুল করেছি যা সংশোধন করতে হবে। তবে সত্যি কথা বলতে কী, আমরা ভালই খেলেছি। আমরা এখনও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছি। এখান থেকে সামনের দিকে তাকাতে হবে।' বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে দক্ষিণ আমেরিকার গ্রুপে ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্তিনা।               


ব্রাজিলের সঙ্গে ড্র করল ভেনেজুয়েলা। ১-১ গোলে শেষ হল ম্যাচ। ভিনিসিয়াস জুনিয়র বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে এখনও কোনও গোল পাননি। তবে এদিনই সেই খরা কেটে যেতে পারত। ৬৭ মিনিটে পেনাল্টি পায় ব্রাজিল। ভিনিসিয়াসের নীচু শট বাঁচিয়ে দেন ভেনেজুয়েলার গোলকিপার রাফায়েল রোমো (Rafael Romo)। তবে ফিরতি বল পেয়েও বাইরে মারেন ভিনিসিয়াস।


আরও পড়ুন: মোহনবাগান ক্লাবে ঢুকে 'অবৈধ' স্টল ভেঙে দিল সেনাবাহিনি, কী বলছেন কর্তারা?



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।