দোহা: বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত ছন্দে ছিল ব্রাজিল (Brazil Football Team)। সার্বিয়াকে রীতিমতো দুরমুশ করে জিতেছিল। রিচার্লিসনের সাইড ভলিতে করা গোল নিয়ে এখনও চর্চা চলছে। অনেকের মতে, বিশ্বকাপের সর্বকালের সেরা গোলের তালিকায় ঢুকে পড়েছে রিচার্লিসনের কীর্তি।
আর এই পরিস্থিতিতে ব্রাজিলের ফুটবলারদের মানসিকভাবে উদ্বুদ্ধ করতে অভিনব পন্থা নিলেন তিতে (Tite)। ব্রাজিলীয় ফুটবলারদের ঘরে ঘরে টাঙিয়ে দিলেন রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের ছবি। সেই সঙ্গে বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বের অনুপ্রেরণামূলক বার্তা।
ব্রাজিলের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের খবর, নেমার-রিচার্লিসনদের সঙ্গে যে মনোবিদ ছিলেন, তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। টিম ম্যানেজমেন্টের মনে হয়েছে, ফুটবলারদের উদ্বুদ্ধ করার জন্য কোচ তিতেই যথেষ্ট। সেই কারণেই এই সিদ্ধান্ত।
এরপরই ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করছেন তিতে। যার মধ্যে অন্যতম, নেমার-রিচার্লিসনদের ঘরে ঘরে রোনাল্ডো (সিনিয়র), রোমারিওদের মতো ব্রাজিলীয় কিংবদন্তিদের ছবি টাঙানো হয়েছে। সেই সঙ্গে তাঁদের কীর্তির কথা মনে করিয়ে দেওয়া হয়েছে ফুটবলারদের। পাশাপাশি বিভিন্ন বিখ্যাত ব্যক্তিত্বদের উক্তি ছাপিয়ে তাও টাঙানো হয়েছে ফুটবলারদের ঘরে ঘরে।
২০০২ সালের পর থেকে আর বিশ্বকাপ জেতেনি ব্রাজিল। ২০ বছরের অপেক্ষার যাতে অবসান হয়, প্রার্থনা করছেন সাম্বা ফুটবলের ভক্তরা। চেষ্টার খামতি রাখছেন না কোচ তিতেও।
সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টায় সুইৎজারল্যান্ডের সঙ্গে গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে ব্রাজিল।
আরও পড়ুন: এক ওভারে ৭ ছক্কা, বিজয় হাজারেতে অনন্য রেকর্ড রুতুরাজের