লন্ডন: একইদিনে জোড়া দুঃসংবাদ। ব্রিটিশ ফুটবলের জনৈক স্ট্রাইকার তথা আর্সেনাল ও এভারটন প্রাক্তনী কেভিন ক্যাম্পবেল (Kevin Campbell) ৫৪ বছরে পরলোক গমন করলেন। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। সেই অসুস্থতার জেরেই তাঁর মৃত্যু হয় বলে খবর। অপরদিকে, অ্যাস্টন ভিলার অ্যাকাডেমি থেকে উঠে আসা, মিলওয়ালের গোলরক্ষক ম্যাটিয়া সারকিচও (Matija Sarkic) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২৬ বছর। মরশুম শেষে নিজের দেশে মন্টিনেগ্রোয় ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানেই তাঁর অকালপ্রয়াণ হয়।


খবর অনুযায়ী আপাতত ছুটি কাটাতেই নিজের দেশে ফিরে গিয়েছিলেন মিলওয়ালের গোলরক্ষক। সেখানেই শুক্রবার বন্ধুদের সঙ্গে রাতে নৈশভোজ সারেন সারকিচ। তবে হঠাৎই সকালবেলা তাঁর অ্যাপার্টমেন্টে অ্যাম্বুলেস ডেকে পাঠানো হয়। তাতে লাভের লাভ কিছু হয়নি। শনিবার ভোর ৬.৩০টা নাগাদ মারা যান মিলওয়াল গোলরক্ষক। তরুণ গোলরক্ষক এ মরশুমে মিলওয়ালের হয়ে ৩২ ম্যাচ খেলে ১২টি ক্লিনশিট রাখতে সক্ষম হন। দেশের জার্সিতে সদ্যই দিনকয়েক বেলজিয়ামের বিরুদ্ধেও খেলতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু দুর্ভাগ্যবশত মৃত্যুকে রুখতে পারলেন না তিনি। 


 






 






আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জোড়া গোল মেসির, কোপা আমেরিকা শুরুর আগে গুয়েতামালাকে উড়িয়ে প্রস্তুতি সারল আর্জেন্তিনা