নিউ ইয়র্ক: আর সপ্তাহখানেকও বাকি নেই। শুরু হতে চলেছে কোপা আমেরিকার (Copa America) মহারণ। সেই মহাদেশীয় লড়াইয়ের আগে নিজেদের প্রস্তুতি পর্বের শেষটা দারুণভাবেই করল গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্তিনা (Argentina Football Team)। গুয়াতেমালাকে কার্যত উড়িয়ে দিল লা আলবিসেলেস্তে। ৪-১ জয় পেল আর্জেন্তিনা। ম্যাচে জোড়া গোল পেলেন দলের অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় সকলকে চমকে দিয়ে গুয়াতেমালা এগিয়ে গেলেও, শেষমেশ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে পরাজিতই হতে হল তাঁদের।


ম্যাচের শুরুতেই আর্জেন্তাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ়ের আত্মঘাতী গোলে ম্যাচ এগিয়ে যায় গুয়েতামালা। এমনকী শুধু ম্যাচে এগিয়ে যাওয়াই নয়, ম্যাচের প্রথম ২৫ মিনিটে গুয়েতামালাই দাপট দেখায়। তবে ম্যাচের সময় যত বাড়ে, ততই ধীরে ধীরে নিজেদের আধিপত্য় স্থাপন করে আর্জেন্তিনা। মতান্তর বিশ্বের সর্বকালের সর্বসেরা ফুটবলার লিওনেল মেসির গোল করার জন্য খুব একটা বড় সুযোগের প্রয়োজন হয় না। সেখানে গুয়েতামালার গোলরক্ষক সরাসরি মেসির পায়ে বল জমা দেন, তাও আবার গোল থেকে মাত্র আট গজ দূরে। যথারীতি তাঁর খেসারত দিতে হয় গুয়েতামালাকে। গোল করে আর্জেন্তিনাকে ম্যাচে সমতায় ফেরান মেসি। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই লাউতারো মার্তিনেজ় পেনাল্টি স্পট থেকে আর্জেন্তিনাকে কাঙ্খিত লিড এনে দেন।


 একবার ম্যাচে এগিয়ে যাওয়ার পর আর্জেন্তিনাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। দ্বিতীয়ার্ধে শুধুই মেসিদের আপাদমস্তক দাপট দেখা যায়। গত বছরের নভেম্বরের পর এই প্রথম মেসি জাতীয় দলের জার্সি গায়ে পুরো ৯০ মিনিট খেললেন। এই ম্যাচে জোড়া গোল তো এলই পাশাপাশি একটি অ্যাসিস্টও প্রদান করেন 'এলএম ১০'। ম্যাচের ৬৬ মিনিটে এনজ়ো ফার্নান্ডেজের নিখুঁত পাস সুদক্ষভাবে নিজের দখলে এনে ঠিকানা লেখা পাস বাড়িয়ে দেন আর্জেন্তাইন অধিনায়ক। সেখান থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন মার্তিনেজ়। ম্যাচ শেষ হওয়ার আগে ৭৭ মিনিটে মেসি নিজে ম্যাচের দ্বিতীয় ও আর্জেন্তিনার চতুর্থ গোলটি করে দলের জয় সুনিশ্চিত করে দেন। আর্জেন্তিনা এরপর ২১ জুন (ভারতীয় সময় অনুযায়ী) কানাডার বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের কোপা আমেরিকা অভিযান শুরু করবে। মেসিরা কি নিজেদের খেতাব ধরে রাখতে পারবেন? এখন সেটাই দেখার বিষয়।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: উয়েফা ইউরোর প্রথম ম্যাচেই ইতিহাস, স্কটল্যান্ডের বিরুদ্ধে রেকর্ড গড়ে জয় জার্মানির