দোহা: কাতার বিশ্বকাপে (Qatar World Cup 2022) অন্যান্য ইউরোপীয় দলগুলোর অধিনায়কদের মতো বৈষম্যের প্রতিবাদ জানানোর জন্য যে আর্মব্যান্ড, তা পরে নামবেন না হুগো লরিস (Hugo Lloris)। ফ্রান্সের অধিনায়ক (France Team Captain) জানিয়েছেন তিনি ফিফার নিয়ম মেনে শুধুমাত্র ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডই পরে নামবেন। কাতারে মাঠে নামার আগে সেখানে বৈষম্যের বিরুদ্ধে ও সমকামিতার স্বপক্ষে সোচ্চার হয়েছেন ইউরোপীয় দেশগুলো। তাদের অধিনায়করা এক বিশেষ ধরণের আর্মব্য়ান্ড পরে মাঠে নামবেন।


ইউরোপের অংশগ্রহণকারী ১৩টি দেশের মধ্যে ৮টি দেশ ‘ওয়ানলাভ’ নামে একটি কর্মসূচি নিয়েছিল। নেদারল্যান্ডে শুরু হয়েছিল এই অভিযান। কিন্তু হুগো লরিস মনে করেন ফিফার নিয়মবিরুদ্ধ কাজ করা ঠিক হবে না এমন একটা মেগা টুর্নামেন্টে। তাই শুধুমাত্র অধিনায়কেক আর্মব্যান্ড পরেই মাঠে নামবেন তিনি। এই বিষয় বিবৃতিও দিয়েছেন এই তারকা গোলরক্ষক। বিশ্বকাপজয়ী গোলরক্ষক বলেন, ''আমি কাতারের সংস্কৃতিকে শ্রদ্ধা জানাতে চাই। আমাদের দেশে যখন কোনও বিদেশ থেকে পর্যটক আসেন, তখন আমরা আশা করি যাতে তারা আমাদের সংস্কৃতিকে সম্মান জানায়, আমরাও ঠিক তেমনই চাই।''


প্রথম ম্যাচে নেই মানে 


কাতার বিশ্বকাপে খেলতে দেখা যাবে না বিশ্বের অনেক তারকা ফুটবলারকে। চোটের জন্য অনিশ্চিত মার্কো রুইস, পাওলো দিবালা, কন্তের মত ফুটবলাররা। সেই তালিকায় রয়েছেন সাদিও মানেও। বায়ার্ন মিউনিখের এই তারকা স্ট্রাইকার পায়ের চোটের জন্য খেলতে পারবেন না সেনেগালের প্রথম ম্য়াচে। তবে গোটা বিশ্বকাপে হয়ত নয়। গ্রুপ এ-তে থাকা সেনেগাল নেদারল্যান্ডসের বিরুদ্ধে আগামী সোমবার অভিযান শুরু করছে। সেই ম্যাচেই খেলতে পারবেন না মানে। 


আগামী ২৫ নভেম্বর বিশ্বকাপের আয়োজক দেশ কাতারের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল। সেই ম্যাচে সাদিও মানের ফেরার ব্য়াপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ২৯ নভেম্বর ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামবে সেনেগাল।


লন্ডনে নিলাম


ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফের একবার বিশ্বজয়ের লক্ষ্যে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিখ্যাত 'হ্যান্ড অফ গড' বল (Hand of God ball) বিক্রি হয়ে গেল।


আরও পড়ুন: ছন্দে মেসি, গোল করলেন, করালেনও, ৫-০ জিতল আর্জেন্তিনা