কলকাতা: ফিফা বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ জিতল আর্জেন্তিনা। গোল করলেন ও করালেন মেসি। বিক্রি হল মারাদোনার বিখ্যাত 'হ্যান্ড অফ গড' বল। এক নজরে খেলার দুনিয়ার সারাদিনের সব খবর।


মেসিদের জয়


ফিফা বিশ্বকাপ (FIFA WC 2022) শুরু হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ইতিমধ্যেই কাতারে ভিড় জমাতে শুরু করেছেন দর্শকরা। পৌঁছে গিয়েছে একাধিক দলও। আজ বুধবার, ১৬ নভেম্বর নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমে পড়ল আর্জেন্তিনা (Argentina Football Team)। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে ৫-০ ব্যবধানে জিতল লা আলবিসেলেস্তে। দুরন্ত ছন্দে দলের কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)। 'এলএম১০' গোল করার পাশাপাশি গোল করালেনও। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়েছিলেন মেসিরা। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে সহজ জয় পায় আর্জেন্তিনা। মেসির পাশাপাশি ডি মারিয়া দুইটি গোল এবং আলভারেজ ও কোরেয়া একটি করে গোল করেন।


রোনাল্ডোর ভবিষ্যৎ


ফিফা বিশ্বকাপের ঠিক আগেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের (Manchester United) শেষ ম্যাচের কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) এক বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেই সাক্ষাৎকারে পর্তুগিজ মহাতারকা ম্যান ইউনাইটেড কর্তৃপক্ষ এবং দলের ম্যানেজার এরিক টেন হাগকে ভর্ৎসনা করেন রোনাল্ডো। এই সাক্ষাৎকারের জেরে বিশাল সমস্যার মুখে পড়তে পারেন রোনাল্ডো।  


ম্যান ইউনাইটেড ইতিমধ্যেই রোনাল্ডোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। সাম্প্রতিক একাধিক রিপোর্ট অনুয়ায়ী টেন হাগও রোনাল্ডোকে রেড ডেভিলসদের হয়ে আর কোনও ম্যাচে খেলাতে চান না। বিশ্বকাপের বিরতির মাঝে টেন হাগও নিজের পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে ছুটিতে রয়েছেন। তবে তিনি ম্যাঞ্চেস্টারে না থাকলেও, এই ঘটনার সমাধান খুঁজতে বদ্ধপরিকর এবং সেই কারণেই নিজের পারিবারিক ছুটিও কিছুটা পিছিয়ে দিয়েছেন বলেই খবর।


'হ্যান্ড অফ গড' বল নিলাম


ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর সপ্তাহখানেকও বাকি নেই। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ফের একবার বিশ্বজয়ের লক্ষ্যে লিওনেল মেসির নেতৃত্বে মাঠে নামতে চলেছে আর্জেন্তিনা। বিশ্বকাপ শুরুর আগেই আর্জেন্তিনার কিংবদন্তি দিয়েগো মারাদোনার (Diego Maradona) বিখ্যাত 'হ্যান্ড অফ গড' বল (Hand of God ball) বিক্রি হয়ে গেল।


১৯৮৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেডে গোল করতে গিয়ে তার বদলে হাত দিয়েই বল জালে জড়িয়ে দিয়েছিলেন মারাদোনা। রেফারি ঠিকভাবে পিছন থেকে তা লক্ষ্য করতে না পারায়, গোল দেওয়াও হয়। পরবর্তীতে মারাদোনা এটির 'হ্যান্ড অফ গড' নামকরণ করেন। সেই বলই বুধবার লন্ডনে নিলামে উঠেছিল। সেই ম্যাচের রেফারি আলি বিন নাসেরের কাছে এতদিন বলটি ছিল। তবে তিনি সেটিকে এবার নিলামে তোলার সিদ্ধান্ত নেন। রিপোর্ট অনুযায়ী দুই মিলিয়ন ব্রিটিশ পাউন্ডে বলটি নিলামে বিক্রি করা হয়েছে। চিরস্মরণীয় এই ম্যাচে মারাদোনার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এর আগেও নিলামে উঠেছে। এই ম্যাচে মারাদোনার পরিহিত জার্সিটি ৯.৩ মিলিয়ন ডলারে বিক্রিত হয়েছিল।


বাদ বোল্ট, গাপ্টিল


আগামী ১৮ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্য়ান্ড টি-টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে ওয়েলিংটনে মুখোমুখি হতে চলেছে দুই দল। এরপর ওয়ান ডে সিরিজ খেলতে নামবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন হার্দিক পাণ্ড্য। ওয়ান ডে সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে দেবেন রোহিত শর্মা। ২ ফর্ম্যাটেই সাদা বলের সিরিজের জন্য নিউজিল্য়ান্ড স্কোয়াড থেকে বাদ পড়লেন ট্রেন্ট বোল্ট ও মার্টিন গাপ্টিল। নিউজিল্য়ান্ডের জার্সিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিংয়ে নেমে নজর কেড়েছিলেন তরুণ ফিন অ্যালেন। তিনিও দুই ফর্ম্যাটেই জাতীয় দলে সুযোগ পেয়েছেন। অন্যদিকে ২০১৭ সালের পর কিউয়িদের ওয়ান ডে  স্কোয়াডে ঢুকে পড়েছেন অ্যাডাম মিলনে।


আবেগের বিস্ফোরণ


পোলার্ডকে তাঁর দুর্দান্ত কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছেন তাঁর প্রাক্তন পল্টন সতীর্থরা। এই তালিকায় যশপ্রীত বুমরা (Jasprit Bumrah), হার্দিক পাণ্ড্যও (Hardik Pandya) সামিল। হার্দিক এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'পলি, আমি তোমার থেকে ভাল মেন্টর এবং বন্ধু পাব না। মাঠে তোমার সঙ্গে খেলতে পারাটা এখনও পর্যন্ত আমার কেরিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা। তোমার নতুন ভূমিকার জন্য তোমায় অনেক শুভেচ্ছা। তোমাকে আমি যতটা চিনি, তাতে আমার কোনও সন্দেহ নেই যে তুমি তোমার নতুন ভূমিকাতেও পরবর্তী প্রজন্মের নির্ভীক ক্রিকেটারদের উদ্বুদ্ধ করবে। সব কিছুর জন্য তোমায় অনেক ধন্যবাদ, শীঘ্রই দেখা হবে।'


আরও পড়ুন: বিশ্বকাপে ভারত! বিশ্বজয়ের দাবিদারদের দলের গুরুত্বপূর্ণ সদস্য এই ভারতীয়