প্য়ারিস: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রাফায়েল ভারানে। ফ্রান্সের জার্সিতে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিলেন ভারানে। গত বিশ্বকাপেও ফরাসি শিবিরের রক্ষণের অন্যতম স্থম্ভ ছিলেন ২৯ বছরের এই তারকা ফুটবলার। দেশের জার্সিতে ১০ বছরের ওপর খেলেছেন। দেশের জার্সিতে ২০২০-২১ মরসুমে ইউয়েফা নেশন্স লিগেও খেতাব জিতেছিলেন ভারানে।


২০১৩ সালে ফ্রান্সের জার্সিতে অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত ৯৩টি ম্যাচ খেলেছেন ভারানে। বিদায়বেলায় ভারানে তাঁর বিবৃতিতে জানান, ''দেশের জার্সিতে খেলা আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত। যখনই সেই বিখ্যাত নীল জার্সি গায়ে চাপাই, একটা আলাদা অনুভূতি হয়। নিজের সেরাটা দিতে চাই সবসময়।''


অবসর নেওয়া প্রসঙ্গে ভারানে বলেন, ''অবসর নেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই ভেবে যাচ্ছিলাম। অবশেষে মনে হচ্ছে যে এটাই সেরা সময় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর।''


আর মাত্র মাসখানেকের অপেক্ষা, তারপরেই পরের মাস থেকেই সম্ভবত প্রথম মহিলা আইপিএলের (Women's Premier League) আসর বসতে চলেছে। সেই টুর্নামেন্টের দল নির্ধারণ, টিভি স্বত্ব বিক্রি সবই হয়ে গিয়েছে। তবে এখনও অবধি খেলোয়াড়দের নিলামটাই (Women's Premier League Auction) আয়োজন করা সম্ভব হয়নি। শোনা যাচ্ছে ১১ জানুয়ারি নয়াদিল্লি বা ১৩ জানুয়ারি মুম্বইতে মহিলাদের আইপিএল নিলাম আয়োজিত হতে পারে। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে এখনও কিছুই বলা হয়নি।


হোটেলের সমস্যা


বর্তমানে বিয়ের ভরা মরসুম, আর এই বিয়েবাড়ির মরসুমে নিলামের জন্য উপযুক্ত হোটেলই নাকি খুঁজে পাচ্ছে না ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই। রিপোর্ট অন্তত এমনটাই বলছে। এই হোটেল ঠিক করতে না পারাটা নিলাম আয়োজিত না করতে পারার অন্যতম বড় কারণ। শোনা যাচ্ছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই আইপিএলের নিলাম আয়োজিত হতে পারে। এমনটা হলে দলগুলি নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি সারার জন্য মাসখানেক সময় পেত। তবে হোটেল না পাওয়ায় বাধ্য হয়েই নিলাম আয়োজনের সেই দিনক্ষণ পিছিয়ে ফেলতে হচ্ছে। 


উপরন্তু, বর্তমানে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগ এবং মরুশহরের টি-টোয়েন্টি লিগও আয়োজিত হচ্ছে। এই দুই লিগেই আইপিএলের সিংহভাগ ফ্রাঞ্চাইজির দল রয়েছে। তাই বর্তমানে নিলাম আয়োজন হলে, দলের সাপোর্ট স্টাফের অনেকেই এই নিলামে অংশ নিতে পারবেন না। তাই শোনা যাচ্ছে ফ্রাঞ্চাইজিগুলি সম্মিলিতভাবেও মহিলাদের আইপিএল নিলামের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। প্রসঙ্গত, ৪ থেকে ২৪ মার্চের মধ্যে মুম্বইতেই মহিলাদের আইপিএল আয়োজিত হতে পারে। যদিও এই বিষয়ে সরকারিভাবে বোর্ডের তরফে এখনও কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।