ডুসেলডফ: অস্টিয়ার বিপক্ষে ম্য়াচ দিয়ে নিজেদের উয়েফা ইউরো (UEFA Euro 2024) অভিযান শুর করল ফ্রান্স। তব ম্য়াচ জিততে যে কিলিয়ান এমবাপেদের বেশ লড়াই করতে হল, তা বলাই বাহুল্য। অস্ট্রিয়াকে ১-o স্কোরলাইনে হারাল ফ্রান্স দল (AUT vs FRA)। বহুদিন পর জাতীয় দলে ফিরেই নজর কাড়লেন এনগোলো কান্তে।


ফ্রান্সের সাম্প্রতিককালে বড় টুর্নামেন্টগুলিতে পারফরম্যান্স ঈর্ষণীয় বললেও কম বলা হবে। বিগত চারটি বড় টুর্নামেন্টের (বিশ্বকাপ ও উয়েফা ইউরো) তিনটিতেই অন্তত ফাইনালে পৌঁছেছে ফ্রান্স। তারকাখচিত দল ফের একবার ইউরোয় নিজেদের ছাপ ছাড়তে বদ্ধপরিকর। ২০১৬ সালে ফাইনালিস্টদের থেকে খাতায় কলমে অন্তত অস্ট্রিয়া অনেকটাই পিছিয়ে। কিন্তু ৯০ মিনিটের লড়াই দেখে তা বোঝা দায়।


ম্যাচে প্রথম বড় সুযোগ পায় ফ্রান্সই। অষ্টম মিনিটে বাঁ-দিকে সুন্দর ফুটবলের পরিচয় দেখিয়ে অ্যাড্রিয়ান ব়্যাবিওয়ের পাস থেকে গোলের বড় সুযোগ পেয়ে গিয়েছিলেন এমবাপে। অস্ট্রিয়া গোলে সে যাত্রায় প্যাট্রিক পেন্টস এমবাপেরকে রুখে দেন। কিছুক্ষণ পরে থিও হার্নান্ডেজ়ের এক ঠিকানা লেখা ক্রস থেকেও ফরাসি দলের গোলের সুযোগ তৈরি হয়। তবে ম্যাচে ফ্রান্সের একমুখী আক্রমণ খুব বেশি সময় স্থায়ী হয়নি। দুরন্ত উদ্যম এবং ম্যাচ রিডিং ক্ষমতা দেখিয়ে ফ্রান্সের তারকা আক্রমণ বিভাগকে রুখে দেয়। অধিনায়ক স্যাবিটসারের এক ফ্লিক থেকে বাউমগার্টনারের দিকে বল বাড়িয়ে দেন। তবে বাউমগার্টনার মাইক মাইগন্যানকে পরাস্ত করতে ব্যর্থ হন।


ফ্রান্স দমে যাওয়ার দল একেবারেই নয়। অস্ট্রিয়া ম্যাচে ফিরলেও এমবাপের দুরন্ত দক্ষতা ফ্রান্সকে ম্যাচে লিড এনে দেয়। ৩৮ মিনিটে এমবাপে মাঠের ডান দিকে নিজের জন্য কিছুটা জায়গা তৈরি করতে সক্ষম হন। বাড়ান ক্রস। দুর্ভাগ্যবশত সেই ক্রস নিজের জালেই জড়িয়ে দেন ম্যাক্সমিলিয়ান ওবার। দ্বিতীয়ার্ধে এমবাপেই ফের একবার ফ্রান্সের হয়ে গোল করার সুযোগ পান। তবে ওবারকে পরাস্ত করে বল নিজের দখলে আনলেও, শট তেকাঠির মধ্যে রাখতে পারেননি।


ম্যাচে ফেরার লক্ষ্যে রাল্ফ ব়্যাগনিকের ছেলেরা তেড়েফুঁড়ে এরপর আক্রমণে ঝাঁপালে ফ্রান্স আক্রমণবিভাগ বেশ কয়েকটি সুযোগ পায়। তবে আঁতোয়া গ্রিজ়ম্যান অল্পের জন্য ক্রস থেকে গোল করতে ব্যর্থ হন। মার্কাস থুরামের শট প্রতিহত করা হয়। ম্যাচে আর কোনও গোলই হয়নি। শেষমেশ কোনওক্রমে ম্যাচ জিতে নেয় ফ্রান্স। ম্যাচে একাধিক ব্লক, অস্ট্রিয়াকে তেমন বড় কোনও সুযোগ তৈরি করতে না দেওয়া এবং দুরন্ত কিছু পাসে নজর কাড়েন কন্তে। তবে জয় পেলেও ফ্রান্সের সবথেকে বড় উদ্বেগ অধিনায়ক এমবাপে নাকে চোট পেয়ে মাঠ ছাড়া। তাঁর চোট কতটা গুরুতর, সেই নিয়ে কিন্তু চরম চিন্তায় ফরাসি শিবির। নেদারল্যান্ডসের বিরুদ্ধে মেগা ম্যাচে এমবাপে মাঠে নামবেন কি না, এবার সেটাই দেখার।    


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভার প্রযুক্তিতে লুকাকুর জোড়া গোল বাতিল, বেলজিয়ামকে হারিয়ে বিরাট অঘটন স্লোভাকিয়ার