মুম্বই: কলকাতা, হায়দরাবাদের পর আজ রবিবার লিওনেল মেসির মুম্বই সফর। বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে মেসির এই মুম্বই সফর ঘিরে। এক নজরে দেখে নেওয়া যাক মুম্বইয়ে মেসির সফরসূচি আজকে----

Continues below advertisement

শুরুতেই মুম্বইয়ের ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়াতে প্যাডেল কাপ দেখতে পৌঁছবেন ফুটবল যুবরাজ। সেখানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত তিনি। তবে মূল অনুষ্ঠান মুম্বইয়ে। সেখানে ওয়াংখেড়েতে চাঁদের হাট বসতে চলেছে। সেখানে দেশের ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার কথা আর্জেন্টাইন সুপারস্টারের। উপস্থিত থাকার কথা সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মার। মেসির সঙ্গে থাকবেন তাঁর ভারতে আসা দুই সফরসঙ্গী লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলও। 

তবে চমক আরও রয়েছে। সূত্রের খবর মুম্বইয়ে একটি র‍্যাম্প শোতে অংশ নেওয়ার কথা তিন ফুটবলারের। মেসি, সুয়ারেজ, দি পলদের সঙ্গে র‍্যাম্প শোয়ে হাঁটতে দেখা যাবে জন আব্রাহাম, করিনা কপূর ও জ্যাকি শ্রফকেও। একটি সেভেন ম্যান ফুটবল ম্যাচেরও আয়োজন করা হবে। যেই ম্যাচে অংশ নেবেন ক্রিকেটাররা ও বলিউড তারকারা।

Continues below advertisement

রাজ্য সরকারকে একহাত নিলেন শুভেন্দু অধিকারী

বাংলায় এসেছিলেন লিওনেল মেসি। ফুটবলের মক্কা কলকাতায় এসেছিলেন। কিন্তু তাঁকে যা দেখতে হল, তাতে বাংলার লজ্জা আরও বাড়ল। এই নিয়ে রাজ্য সরকারকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেন, "এটা লক্ষে লক্ষে সীমাবদ্ধ নেই, কোটি কোটি মানুষের কাছে আন্তর্জাতিক স্তরে পৌঁছে গিয়েছে। এতে শুধু পশ্চিমবঙ্গ, কলকাতা বা আমাদের খেলার মাঠ নয়, ভারতবাসী হিসেবে, কালকের ঘটনা, ঘটানো ঘটনা, আমাদের প্রত্যেককে অপমানিত করেছে, লজ্জিত করেছে। আমরা সংবাদবার্তার যে পর্যায়ক্রমে, প্রথমে কালকের ঘটনায় তৃণমূল কংগ্রেস বা প্রভাবশালীদের যে যোগ, সরাসরি মুখ্যমন্ত্রীর পরিবার থেকে ক্রীড়া মন্ত্রীর পরিবার থেকে, দমকল মন্ত্রীর পরিবার থেকে, তাঁদের যে যোগ, সেটা আপনাদের এক ঝলক দেখাব।" বলে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখান তিনি।

শতদ্র দত্তর বিরুদ্ধে FIR নিয়েও প্রশ্ন শুভেন্দু অধিকারীর। তিনি বলেন,'FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। FIR-এ একমাত্র অভিযুক্ত বলা হয়েছে শতদ্রু দত্তকে। সামনে ভোট, এখন শতদ্রু দত্তকে ধরা হয়েছে। ১৫ বছরে এই প্রথম মুখ্যমন্ত্রীকে গাড়ি ঘুরিয়ে পালাতে হয়েছে। গাড়ি ঘোরানোর ছবিও আমার কাছে আছে। তৃণমূল ঘনিষ্ঠ স্পনসররা টাকা দিয়েছে। বিজেপি যুব মোর্চা আজও রাস্তায থাকবে, কালও থাকবে।'