নয়াদিল্লি: ঘরের মাঠে দলকে উয়েফা ইউরোয় নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু আর নয়। শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত তিনি, সেই কারণে হঠাৎই সকলকে চমকে দিয়ে অবসর ঘোষণা করলেন জার্মান ফুটবল দলের (Germany football team) অধিনায়ক ইলকায় গুন্দোয়ান (IlkayGundogan)। 


সোমবার, ১৯ অগাস্ট নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গুন্দোয়ান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটানোর পর থেকে দেশের হয়ে ৮২ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন গুন্দোয়ান, যা তাঁর কল্পনাতীত ছিল বলেই জানান তারকা মিডফিল্ডার। তিনি লেখেন, 'প্রিয় জার্মান সমর্থকরা। বেশ কিছু সপ্তাহ ধরে ভাবনাচিন্তার পর আমি জাতীয় দলের সঙ্গে আমার সফর শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। আমার দেশের জার্সি গায়ে ৮২টি ম্যাচ খেলা আমার কাছে বিরাট গর্বের। ২০১১ সালে জাতীয় দলের হয়ে অভিষেক ঘটানোর সময় এই সংখ্যাটা আমরা কল্পনারও বাইরে ছিল। গত মরশুমে দেশের মাটিতে আয়োজিত ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের অধিনায়কত্ব করাটা আমার কেরিয়ারের সবথেকে উল্লেখযোগ্য মুহূর্ত। এই সফরের অংশ হওয়া এবং দেশকে গর্বিত করতে পারায় আমি খুব খুশি।' 


তবে গুন্দোয়ানের মতে প্রতি মরশুমেই ফুটবল ম্যাচের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই বাড়তি চাপ সামলাতে গিয়ে তিনি মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত। সেই কারণেই দেশের হয়ে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ৩৩ বছর বয়সি ফুটবলার। 'টুর্নামেন্টের (ইউরোর) আগে থেকেই আমার শরীর এবং মাথায় একটা ক্লান্তি ধরা পড়ে। সেই কারণেই আমি ভাবতে বাধ্য হই। ক্লাব স্তর বা আন্তর্জাতিক স্তর, কোনওক্ষেত্রেই তো ম্যাচের সংখ্যা আর কমছে না। ' জানান তারকা।  


 






গুন্দোয়ান নিজের সকল কোচ, সতীর্থ এবং সমর্থকদের ধন্যবাদ জানান। তাঁর মতে জার্মান দলের দারুণ কোচ রয়েছে এবং ২০২৬ সালের বিশ্বকাপে কিন্তু তাঁর দেশ অন্যতম ফেভারিট হিসাবেই মাঠে নামবে। তিনি দলের সমর্থক হিসাবে দলের হয়ে গলা ফাটাবেন বলেও জানান সদ্য প্রাক্তন হওয়া জার্মান অধিনায়ক।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: জয় পেয়েছিল লিভারপুল, আর্সেনাল, চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যাঞ্চেস্টার সিটিও