কলকাতা: রবিবার রাস্তায় নেমেছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগানের (East Bengal vs Mohun Bagan) সমর্থকেরা। ডুরান্ড কাপের (Durand Cup 2024) ডার্বিতে আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে ও ন্যায় বিচার চেয়ে গ্যালারিতে টিফো, পোস্টার, ব্যানার তুলে ধরার পরিকল্পনা করেছিলেন দুই প্রধানের সমর্থকেরা। যদিও নিরাপত্তা দেওয়া যাবে না বলে বেঁকে বসে পুলিশ। ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ডার্বি বাতিল হওয়ার পর আর জি কর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় বিক্ষোভ দেখায় লাল-হলুদ ও সবুজ-মেরুন জনতা। পৌঁছে গিয়েছিলেন মহমেডান স্পোর্টিং ক্লাবের অনেক সমর্থকও।


সোমবার কলকাতা লিগে মাঠে ফের আর জি কর কাণ্ডের বিচার চেয়ে জোরাল আওয়াজ তুললেন সাদা-কালো শিবিরের ফুটবলাররা। এরিয়ানের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলতে নেমেছিল মহমেডান। সোমবারের সেই ম্যাচে ৪-১ গোলে জিতেছে মহমেডান। ম্যাচে হ্যাটট্রিক করেন ইসরাফিল দেওয়ান। চতুর্থ গোলটি করেন মহীতোষ রায়।


ম্যাচের পর গ্যালারির সামনে গিয়ে 'জাস্টিস ফর আর জি কর' লেখা টি-শার্টের সঙ্গে ছবি তোলেন ম্যাচের দুই স্কোরার। এরপর সেই জার্সিই মাঠে এনে কয়েকজন ফুটবলারও ছবি তোলেন। ম্যাচের মাঝেও বারবার শোনা গিয়েছে 'জাস্টিস ফর আর জি কর' স্লোগান। গ্যালারি সরগরম হয়েছে তাতে।


আর জি কর কাণ্ডের প্রতিবাদে ফেটে পড়ছে কলকাতা ময়দানে। রবিবার ডার্বি বাতিল ঘিরে দুই চিরকপ্রতিদ্বন্দ্বী ক্লাবের বিরল বিক্ষোভের পর সোমবারও দেখা গেল প্রতিবাদের ছবি। তবে প্রতিবাদের ছবি এখানেই মিলিয়ে যাওয়ার নয়। কারণ, মঙ্গলবার কলকাতা লিগে ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে নিজেদের মাঠে। লাল-হলুদ সমর্থকেরা আগে থেকেই জানিয়ে রেখেছেন, যেখানেই ম্যাচ হবে, সেখানেই তাঁরা প্রতিবাদ করবেন। মঙ্গলবারও তাই মাঠেই প্রতিবাদের সুর সপ্তমে উঠতে পারে।






আর জি কর কাণ্ডের প্রতিবাদে সরব নেপালের ললিতপুরের ফুটবল মাঠও। সেখানে অনূর্ধ্ব ২০ সাফ চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ভারত ও নেপাল। সেই ম্যাচে ভারত জেতে ১-০ গোলে। গোল করেন বাংলার ছেলে মনিরুল মোল্লা। তারপরই জার্সি খুলে ফেলেন তিনি। জার্সির ভেতর টি শার্টে লেখা ছিল আর জি করের নৃশংসতার ন্যায় বিচারের দাবি।  


আরও পড়ুন: স্ত্রীর ওপর লাঠিচার্জ, কাঁদতে কাঁদতেই ইস্টবেঙ্গল সমর্থককে কাঁধে তুলে নেন 'নায়ক' শিলাদিত্য