শিলং: বুধবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) কোয়ার্টার ফাইনালে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। প্রতিপক্ষ শিলং লাজং এফসি। লড়াই শিলং লাজং এফসি-র ঘরের মাঠে। যে মাঠের অ্যাস্ট্রো টার্ফ নিয়ে সমস্যায় পড়ছে অনেক দলই। ইস্টবেঙ্গল কি সেখানে খেলেই সেমিফাইনালের টিকিট কনফার্ম করতে পারবে? 


সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে বুধবার রাত পর্যন্ত। তবে ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের আগে ইস্টবেঙ্গল শিবিরের মনোবল বাড়িয়ে হাজির হয়ে গেলেন দলের নতুন স্পেনীয় ডিফেন্ডার হেক্টর ইউস্তে (Hector Yuste)। মঙ্গলবার রাতেই তিনি শিলংয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে লাল-হলুদ শিবিরের তরফে।


আর জি কর কাণ্ডের পর উত্তাল পরিস্থিতির জেরে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গলের শেষ ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। যে ম্যাচটি ছিল চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের বিরুদ্ধে। সল্ট লেকের যুবভারতী স্টেডিয়ামে। পুলিশ যে ম্যাচের নিরাপত্তা দিতে পারবে না বলে জানানোয় বাতিল হয় ম্যাচ। তারপরই টুর্নামেন্টের কলকাতা পর্ব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিন রাজ্যে। ইস্টবেঙ্গলকেও কোয়ার্টার ফাইনাল খেলতে হচ্ছে শিলংয়ে। যা লাল-হলুদ শিবিরের পরীক্ষা আরও কঠিন করে তুলেছে।


ম্যাচের আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। তিনি বলেছেন, 'আমরা ম্যাচের জন্য তৈরি। অনেকটা পথ পেরিয়ে আসতে হয়েছে। তবে বিশ্রাম নেওয়ার পর্যাপ্ত সময় পেয়েছে ছেলেরা। আমাদের শুধু শিলং লাজং এফসি দলের বিরুদ্ধে নয়, লড়াই করতে হবে গ্যালারির শব্দব্রহ্মের বিরুদ্ধেও। তবে কলকাতা থেকে আমাদেরও কিছু সমর্থক ম্যাচ দেখতে আসছেন। তাঁদের সমর্থন আমাদের জন্য খুব জরুরি।'


 






এবারের ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ট্রফি জয়ের অন্যতম দাবিদার। সল ক্রেসপো, দিমিত্রি দিয়ামান্তাকস, ক্লেটন সিলভা, লালচুংলুঙ্গারা দলের মাঝমাঝ, আক্রমণভাগ ও রক্ষণ - তিন বিভাগকেই আরও শক্তিশালী করে তুলেছে। তবে শিলংয়ের কৃত্রিম টার্ফে নিজেদের স্বাভাবিক ফুটবল কতটা খেলতে পারবে লাল-হলুদ শিবির, তা নিয়ে রয়েছে ধন্দ। 


সব মিলিয়ে জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।          


আরও পড়ুন: RG কর হাসপাতালের নৃশংসতার প্রতিবাদে বুধবার কলকাতায় হাঁটবেন সৌরভ, সঙ্গী স্ত্রী ডোনা