কলকাতা: গোল পেতে শুরু করেছেন মোহনবাগানের গোলমেশিন জেমি ম্যাকলারেন। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে জোড়া গোল করার পর গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধেও জোড়া গোল করেছেন তিনি। অস্ট্রেলিয় বিশ্বকাপার ছন্দে ফেরায় দলও অনেক বেশি সচল হয়ে গিয়েছে। রবিবার যখন তারা শিল্ডজয়ের লক্ষ্যে ঘরের মাঠে ওডিশা এফসি-র বিরুদ্ধে নামবে, তখনও ম্যাকলারেনের কাছে গোলের আশা নিয়েই গ্যালারিতে ভিড় করবেন সমর্থকেরা। রবিবার সামনে ওড়িশা। তার আগে জেমি বলছেন, ''আমি শুনেছি গ্যালারি সমর্থকে ভরে যাবে। আমি সত্যিই এর জন্য অপেক্ষা করছি। আমাদের সমর্থকদের জন্য ম্যাচটা জিততে হবে। কারণ, ওদের এটা প্রাপ্য। কারণ, গত ডার্বি কলকাতার বাইরে হয়েছিল। তারা গুয়াহাটিতে আমাদের (ইস্টবেঙ্গলকে হারানোর) দুর্দান্ত পারফরম্যান্স মিস করেছে। এখন আমরা এই শহরের সবচেয়ে বড় দল, এবং আমাদের সমর্থকেরা আরেকটা ট্রফি জয়ের আনন্দ উপভোগ করার যোগ্য। আমাদের এখনও দুটো হোম ম্যাচ বাকি। তবে আমরা জানি যে, রবিবার তিন পয়েন্টই আমাদের শিল্ড জয়ের জন্য যথেষ্ট। যদি স্টেডিয়াম পূর্ণ হয়, তাহলে তো দারুণ হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না!''
বাগানের তারকা প্লেয়ার আরও বলেন, ''যদি আমরা রবিবার রাতে সফল হই, তাহলে পাঁচ দিনের মধ্যে আমাদের মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচ আছে। তাই তেমন কোনও বড় সেলিব্রেশন হবে না। হয়তো ড্রেসিংরুমে নরম পানীয়ের কয়েক বোতল খুলব, ছোটখাটো সেলিব্রেশন হবে। কিন্তু আমরা জানি যে কাল ৯০ মিনিট আমাদের সামনে অপেক্ষা করছে। আমরা সত্যিই একটি দুর্দান্ত পারফরম্যান্স দিতে চাই। আমরা আমাদের ঘরের মাঠে খুব শক্তিশালী। এখানে খেলতে আমরা ভালবাসি। আমি জানি, মোহনবাগান একটি ঐতিহ্যবাহী ক্লাব এবং আমি এই ক্লাবে যোগ দিয়েছি সফল হওয়ার জন্যই। আশা করি, আগামীকাল রাতে আমরা ইতিহাস সৃষ্টি করতে পারব। আমি যখন অস্ট্রেলিয়ায় ফিরে যাব এবং অবসর নেব, তখন আমি গর্বের সঙ্গে ভাবব যে আমরা আইএসএলের ইতিহাসে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছি। এটা আমার জন্য বিশাল গর্বের বিষয়।''
আইএসএলে নিজের লক্ষ্য সম্পর্কে জেমি বলেন, ''আমি ঠিক নির্দিষ্ট কোনো লক্ষ্য ঠিক করিনি, কারণ প্রতিটি খেলাই আলাদা। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই শিল্ড জেতা, এর পর আরেকটি ট্রফিও জেতার সুযোগ আছে। আমরা এই মরশুমে দেখিয়েছি যে, আমরা শুধুমাত্র একজন গোলদাতার উপর নির্ভর করি না। আমাদের দলে অনেক খেলোয়াড় গোল করেছে, আর এটাই ভাল দলের লক্ষণ। দলের রক্ষণ থেকে আক্রমণ, সবাই জয়ের জন্য ক্ষুধার্ত। এই পুরো মরশুমে আমার উপর কোনও চাপ ছিল না, এমন অবস্থায় খেললে সত্যিই ভাল লাগে। সবচেয়ে বেশি গুরুত্ব পায় ম্যাচ জেতা এবং আমরা গত ছ’মাসে সেটাই দেখিয়েছি।''