কলকাতা: আইপিএলের বিপুল সাফল্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড মহিলাদের জন্য ডব্লিউপিএল চালু করেছে। সেই পথেই হাঁটতে চলেছে বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা আইএফএ (IFA)। মহিলাদের আইএফএ শিল্ড শুরু হতে চলেছে। খুব সম্ভবত আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শিলিগুড়িতে বসতে চলেছে টুর্নামেন্টের আসর। সোমবার আইএফএ অফিসে আইএফএ শিল্ড কমিটির বৈঠক এই বিষয়ে প্রাথমিক স্তরে আলোচনা হয়েছে। এই বৈঠকে পুরুষদের আইএফএ শিল্ড নিয়েও আলোচনা হয়েছে। আগামী বছরের মার্চ মাসের তৃতীয় সপ্তাহে শুরু হতে চলেছে এই প্রতিযোগিতা। ব্রাজিলের একটি দল ছাড়াও বাংলাদেশ, নেপাল ও ভুটানের দলের খেলার বিষয়ে আলোচনা চলছে বলে খবর।
আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মহৎ উদ্যোগ সৌরভের, জঙ্গলমহলের দুঃস্থ মানুষের দিকে বাড়ালেন সাহায্যের হাত
পুরুষদের বিভাগে বোটাফোগো খেললে টুর্নামেন্টের জৌলুস লাফিয়ে বাড়বে। এই মুহূর্তে ব্রাজিল লিগের শীর্ষে রয়েছে বোটাফোগো। তবে এখনও তাদের অংশগ্রহণ চূড়ান্ত নয়। এখনও সর্বভারতীয় ফুটবল ফেডারেশন থেকে মার্চ মাসের স্লট পায়নি আইএফএ। শুধু বোটাফোগো নয়, শোনা যাচ্ছে নেপাল ও ভুটানের একটি করে দলকে আনার চেষ্টা করছেন আইএফএ কর্তারা। সঙ্গে থাকছে কলকাতার দুই প্রধান ইস্টবেঙ্গল ও মহমেডান। মোহনবাগান আগেই জানিয়ে দিয়েছে যে, তারা আইএফএ শিল্ড খেলতে আগ্রহী নয়। জানা গিয়েছে, শিল্ডে খেলার বিষয়ে আরও একবার মোহনবাগানের সঙ্গে আলোচনা করতে পারেন আইএফএ কর্তারা।
গত মরশুমেও শিল্ড আয়োজনের চেষ্টা করেছিল আইএফএ। তবে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। আইএফএ সচিব অনির্বাণ দত্ত সোমবার বলেছেন, 'নভেম্বরে টুর্নামেন্টের স্লট পাওয়া যায়নি। আমরা চেষ্টা করছি মার্চ মাসে শিল্ড আয়োজন করার। প্রাথমিক কথা হয়েছে ব্রাজিলের বোটাফোগোর সঙ্গে। চেষ্টা করা হচ্ছে যাতে ওদের সিনিয়র দল খেলতে আসে। এবার শিল্ড শিলিগুড়িতে আয়োজন করার চেষ্টা চলছে।'
আরও পড়ুন: দেশের মাটিতে রোহিত-কোহলিদের বিপর্যয়ের নেপথ্যে হুগলির এক বাঙালি!
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।