নয়াদিল্লি: এ মরশুমে প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবি দৌড়ে মূলত তিন দলের লড়াই হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেই তিন দলের মধ্যে একই দিনে দুই দলই পরাজিত হল। আরেক দলও দীর্ঘ সময় ম্যাচে পিছিয়ে ছিল। কথা হচ্ছে ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City), আর্সেনাল (Arsenal) ও লিভারপুলের (Liverpool)। প্রিমিয়ার লিগের দশম ম্যাচ ডেতে যেখানে আর্সেনাল ও ম্য়ান সিটিকে এক গোলের ব্যবধানে হারের সম্মুখীন হতে হল, সেখানে সেই এক গোলেরই পার্থক্যে ব্রাইটনকে হারাল লিভারপুল। এই জয়ের সুবাদেই তারা আপাতত পৌঁছে গেল লিগের শীর্ষে।
গত ডিসেম্বর মাস থেকে টানা ৩২টি ম্য়াচে অপরাজিত ছিল গত বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যান সিটি। প্রতিপক্ষ বর্নমাউথ ধারেভারে সিটির থেকে অনেকটাই পিছিয়ে। কিন্তু চেরিজ়রা যে এ মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে এবং তাঁরা যে কাউকেই ভয় পায় না, তা আবারও প্রমাণ হয়ে গেল। নিজেদের ঘরের মাঠে শেষ প্রিমিয়ার লিগ ম্যাচে আর্সেনালকে হারিয়েছিল তাঁরা, এবার তাঁদের শিকার সিটিজ়েনরা। ২-১ গোল ম্যান সিটিকে হারাল বর্নমাউথ। ম্যাচের ১০ মিনিটেই সেমেও গোল করে বর্নমাউথকে ম্যাচে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে বর্নমাউথের লিড দ্বিগুণ করেন এভানিলসন।
মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে সিটি। ৮২ মিনিটে গোয়ার্দিওল জোরাল হেডারে গোল করে ম্যাঞ্চেস্টারের ক্লাবের আশা বাড়ান। আরলিং হালান্ড আরেকটু হলেই সিটিকে সমতায়ও ফিরিয়ে দিতেন। তবে বর্নমাউথ গোলরক্ষক মার্ক ট্রেভার্স দুরন্তভাবে হালান্ডকে রুখে দেন। ফিরতি বল পোস্টে মারেন তিনি। শেষমেশ কোনওক্রমে দাঁতে দাঁত চেপে ঐতিহাসিক জয় সুনিশ্চিত করে বর্নমাউথ।
অপরদিকে, আর্সেনালকে ১-০ গোলে হারাল নিউক্য়াসেল ইউনাইটেড। আলেকজান্ডার ইসাক ১২ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন। এই পরাজয়ের ফলে গানার্সরা বিগত তিন ম্যাচে মাত্র এক পয়েন্টই ঘরে তুলতে পারল। তাঁদের খেতাব জয়ের আশায় যে এটা বড় ধাক্কা, তা বলাই বাহুল্য। এই দুই দলের পরাজয়ে লিভারপুলের সামনে খেতাবি দৌড়ে খানিক এগিয়ে সুযোগ ছিল। কিন্তু দীর্ঘ সময় মনে হচ্ছিল রেডসরা তেমনটা করতে ব্যর্থ হবে। ম্যাচের ১৪ মিনিটে কাদিওগলু এক স্বপ্নের মতো গোলে ব্রাইটনকে ম্যাচে এগিয়ে দেন। গোটা প্রথমার্ধেই লিভারপুলের খেলা ছিল ভীষণই হতাশাজনক।
দ্বিতীয়ার্ধের শুরুতেও খুব একটা আহামরি খেলতে পারছিল না। পরিস্থিতি বুঝে জোড়া বদল ঘটান লিভারপুল কোচ আর্নে স্লট। লুইস ডিয়াজ় ও কার্টিস জোন্স মাঠে নামতেই রেডসদের আক্রমণের ঝাঁঝ বাড়ে। প্রায় সঙ্গে সঙ্গেই গোলও আসে। মাঝ সপ্তাহে ব্রাইটনের বিরুদ্ধে লিগ কাপে জোড়া গোল করা কোডি গ্যাকপোই এই ম্যাচেও ফের গোল করেন। ঠিক তিন মিনিটের মধ্যেই মহম্মদ সালা এক দুরন্ত রান থেকে ডান দিক দিয়ে ঢুকে এসে চোখধাঁধানো এক গোল করেন। এই গোলই লিভারপুলের জয় সুনিশ্চিত করে। ম্যাচ জিতে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে স্লটের দল। ম্যান সিটি দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে আর্সেনাল আপাতত চারে।
আরও পড়ুন: এরিক টেন হাগের স্থানে নতুন কোচ হিসাবে ম্যান ইউনাইটেডের দায়িত্ব নিলেন আমরিম