থিম্ফু: অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপের (U17 Saff Championship) ফাইনালে পৌঁছে গেল ভারতীয় ফুটবল দল (Indian Football Team)। সেমিফাইনালে নেপালকে তারা হারিয়ে দিল ৪-২ গোলে। ভুটানের রাজধানী থিম্ফুর ছাঙলিমিথাং স্টেডিয়ামে ২ দল মুখোমুখি হয়েছিল। সেই ম্য়াচেই অনূর্ধ্ব ১৭ ভারতীয় ফুটবল দল জয় ছিনিয়ে নিল। এদিন খেলার প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে সেখানে মোট ৬ গোল হয়। 


ম্য়াচে প্রথম গোলমুখ খোলেন ভারতের বিশাল যাদব। সে নিজেই ২টো গোল করে। এছাড়া ভারতের হয়ে গোল করে ঋষি সিংহ ও হিমলিংছুন লাংকিন। নেপালের হয়ে একটি গোল করে সুভাষ বাম। একটি আত্মঘাতী গোল করে বসে ভারতের মহম্মদ কেইফ। আগামী সোমবার ৩০ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশের বিরুদ্ধে মুখোমুখি হবে ভারতীয় দল। তারা অন্য় সেমিফাইনালে পাকিস্তানকে পেনাল্টিতে হারিয়ে দিয়েছে। 


এদিনের ম্য়াচে ভারতের মিডফিল্ড বেশ শক্তিশালী ছিল। বারবার আক্রমণে ওঠার চেষ্টা করছিল তারা। কিন্তু নেপালের ডিফেন্স বারবার তা আটকে দিচ্ছিল। তবে ম্যাচ শেষে হাসি ভারতীয় থিঙ্কট্য়াঙ্কের মুখে।


এদিকে, আইএসএলে শনিবার মোহনবাগান সুপারজায়ান্টকে হারিয়ে দেয় বেঙ্গালুরু এফসি। মোলিনার দলকে ৩-০-য় হারায় বেঙ্গালুরু এফসি। ন’মিনিটের মাথায় স্প্যানিশ ফরোয়ার্ড এডগার মেনডেজের গোলের পর ২০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান সুরেশ ওয়াংজাম। বিরতির পর পেনাল্টি থেকে গোল করে দলকে টানা তৃতীয় জয় এনে দেন সুনীল ছেত্রী। 


শনিবারের এই জয়ের ফলে বেঙ্গালুরু এফসি লিগ টেবলের শীর্যস্থান দখল করে নিল। আর মরশুমের প্রথম হারের ফলে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে ছ’নম্বরে নেমে এল গতবারের লিগশিল্ড চ্যাম্পিয়নরা। আইএসএলে এটিই সবচেয়ে খারাপ সূচনা তাদের। এর আগে কখনও আইএসএলের প্রথম তিন ম্যাচে এত কম পয়েন্ট পায়নি তারা। 


বেঙ্গালুরু এফসি-র আধিপত্য বিস্তার করা নিয়ে কোনও রাখঢাক না করেই সবুজ-মেরুন শিবিরের কোচ বলেন, “ঘরের মাঠের যাবতীয় সুবিধা ওরা কাজে লাগিয়ে নিতে পেরেছে। আমরা  সমস্যার সমাধান করার জন্য সহালকে মাঠে নামাই। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে সহালও চোট পেয়ে বেরিয়ে যায়। আমাদের সমস্যা থেকে বের করে আসতে আক্রমণে শক্তি বাড়াতে হত ও বলের নিয়ন্ত্রণও বাড়ানোর প্রয়োজন ছিল। দু’দিক দিয়েই বেঙ্গালুরু আমাদের চেয়ে আজ এগিয়ে ছিল।টট 


আরও পড়ুন: আইএসএলে নতুন রেকর্ড, মোহনবাগানকে হারিয়ে সুনীল ফাঁস করলেন সাফল্যের মন্ত্র