দোহা: গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে হারতে হয়েছে। তবে আশা ক্ষীণ হলেও, এখনও কিন্তু এএফসি এশিয়ান কাপের (AFC Asian Cup) পরের পর্বে পৌঁছনোর হাতছানি রয়েছে ভারতীয় দলের (Indian Football Team) সামনে। সেইজন্য সিরিয়াকে হারাতেই হবে। ভারতীয় দল নিজেদের প্রথম দুই ম্যাচে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তানের বিরুদ্ধে পরাজিত হয়েছিল। তবে ওই দুই দলের তুলনায় ধারে ও ভারে সিরিয়া কিছুটা দুর্বল। তাই তাঁদের হারিয়ে সেরা চারটি তৃতীয় স্থানাধিকারী দলের অন্যতম হিসেবে নক আউট পর্বে ওঠার হাতছানি ভারতের সামনে।
কাদের ম্যাচ?
আজ এএফসি এশিয়ান কাপের ম্যাচে ভারত বনাম সিরিয়া দ্বৈরথ
ম্য়াচটি আল খোরের আল বায়েত স্টেডিয়ামে খেলা হবে।
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ থেকে
কোথায় দেখবেন?
ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস ১৮ নেটওয়ার্ক চ্যানেলে
অনলাইন স্ট্রিমিং?
টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্যাপে দেখতে পাওয়া যাবে এই টুর্নামেন্ট
ফিফা ক্রমতালিকায় ভারতের চেয়ে ১১ ধাপ এগিয়ে রয়েছে সিরিয়া, যারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ভারতের মতো একটিও ম্যাচ জিততে পারেনি এবং একটিও গোল দিতে পারেনি। সেই কারণেই তাদের মোকাবিলা করাটা গত দুই প্রতিপক্ষের চেয়ে তুলনায় সোজা হবে বলে মনে করেন সুনীল। এই প্রসঙ্গে তিনি বলেন, “প্রায় সম মানের দলের বিরুদ্ধে খেলাটা তুলনায় সোজা। কিন্তু অস্ট্রেলিয়ার মতো বিশ্বকাপে (মূলপর্বে) খেলা বা উজবেকিস্তানের মতো বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা দলের মোকাবিলা করা মোটেই সোজা নয়। কারণ, ওদের মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলতে অভ্যস্ত নই আমরা”।
তবে গত দুই ম্যাচের মতোই শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা এই ম্যাচেও করতে হবে বলে মনে করেন সুনীল। তিনি বলেন, “গত দুটো ম্যাচে আমাদের যে রকম শারীরিক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়েছিল, এই ম্যাচেও সে রকমই চ্যালেঞ্জ নিতে হবে আমাদের। এই ব্যাপারটা আমাদের আগে থেকেই জানা ছিল। প্রথম দুই ম্যাচেই এর অভিজ্ঞতা হয়েছে আমাদের। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শোধরানোই বেশি গুরুত্বপূর্ণ এখন। কোনও কোনও ভুলের জন্য গোলও খেতে হয়েছে আমাদের। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের বিরুদ্ধে খেলে শারীরিক ফুটবল নিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের, তা এই ম্যাচে কাজে লাগবে। ওরাও আমাদের বিরুদ্ধে শারীরিক সুবিধা কাজে লাগাতে চেষ্টা করবে”।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ়েই বড় রেকর্ড গড়ার হাতছানি রোহিত, অশ্বিনের সামনে