কলকাতা: দীর্ঘ এক পথ চলার পরিসমাপ্তি। বৃহস্পতিবার যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে ম্যাচই আন্তর্জাতিক ফুটবলে সুনীল ছেত্রী (Sunil Chhetri) শেষ ম্যাচ। তারপর ক্লাব ফুটবলে খেললেও, আন্তর্জাতিক মঞ্চে আর দেখা যাবে না ভারতের কিংবদন্তি ফুটবলারকে।


অবসরের মঞ্চে দাঁড়িয়ে থাকা সুনীলকে শুভেচ্ছা জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনা হল, সুনীল বাংলার জামাই-ও। বিখ্যাত ফুটবলার সুব্রত ভট্টাচার্যের কন্যা সোনমের সঙ্গে বিয়ে হয়েছিল। অবসর নেওয়ার জন্য সেই বাংলাকেই বেছে নিয়েছেন সুনীল।


বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, 'জীবনের এক গৌরবোজ্জ্বল নতুন যাত্রার সূচনায় তোমাকে স্বাগত জানাই। তুমি নতুন এক অধ্যায়ের মুখে। স্বাগতম। তুমি বাংলার সোনার ছেলে, জাতীয় ফুটবল দলের অধিনায়ক, এশিয়ার খ্যাতনামা ক্রীড়াতারকা, সারা বিশ্বে সমাদৃত গোলদাতা – সর্বার্থে সফল। আমি নিশ্চিত যে, তুমি আমাদের গৌরব বাড়িয়েই চলবে এবং নিজের জন্য তথা আমাদের জন্য আরও অনেক অনেক সাফল্যের মুকুট ছিনিয়ে আনবে।'


এখানেই শেষ নয়। মমতা আরও লেখেন, 'আজকের দিনটি বিদায় জানানোর দিন নয়। আজকের দিনটি নতুন করে শপথ নেওয়ার দিন। তুমি, তোমার পরিবার, বাংলা ও ভারতের মুখ ভবিষ্যতে আরও উজ্জ্বল করবে – এই আশা রাখি ও প্রার্থনা করি।' লোকসভা নির্বাচনের আবহেও সুনীলের বিশেষ দিনটি ভোলেননি মমতা।



সুনীলকে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসও। বলেছেন, 'আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ভারতীয় ফুটবলের অন্যতম আইকন তথা কিংবদন্তি সুনীল ছেত্রী। বর্তমানে আন্তর্জাতিক ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির পরে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন তিনি। তাঁর দীর্ঘ ১৯ বছরের আন্তর্জাতিক ফুটবল জীবনে ভারতকে উপহার দিয়েছেন বহু স্মরণীয় জয়। ফুটবল অন্ত প্রাণ সুনীল ছেত্রীর ফুটবলের প্রতি ভালবাসা, শৃঙ্খলা, দায়বদ্ধতা আগামী প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আজ বাংলা তথা সারা ভারত সুনীল ছেত্রীকে নিয়ে গর্বিত । বাংলার বুক থেকেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাচ্ছেন তিনি। তার আগামী জীবনের জন্য রইল শুভেচ্ছা ও অভিনন্দন।'                     


আরও পড়ুন: বাবা ব্যস্ত সিনেমার প্রচারে, মা অর্পিতাকে নিয়ে সুনীলের হয়ে গলা ফাটাতে মাঠে প্রসেনজিৎ-পুত্র


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।