কলকাতা: ভারতীয় ফুটবলের ব্যপ্তী কতদূর পর্যন্ত পৌঁছেছে, এর থেকেই আন্দাজ করা সম্ভব। আজই দেশের জার্সিতে নিজের শেষ ম্য়াচে খেলতে নামবেন সুনীল ছেত্রী। ভারতীয় ফুটবলের কিংবদন্তিক তাঁর বিদায়বেলায় শুভেচ্ছাবার্তা পাঠালেন রিয়াল মাদ্রিদের কিংবদন্তি লুকা মদ্রিচ। ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্তিমাচ ক্রোয়েশিয়ার বাসিন্দা। ক্রোয়েশিয়ার প্রাক্তন ফুটবলারও। মদ্রিচের সঙ্গে বেশ ভাল সম্পর্ক তাঁর। নিজের সোশ্য়াল মিডিয়ায় ক্রোয়েট কোচ মদ্রিচের ভিডিও বার্তাটি পোস্ট করেছেন। সেখানে রিয়াল মাদ্রিদের মিডিও ও ক্রোয়েশিয়া ফুটবল দলের অধিনায়ক মদ্রিচ বলছেন, ''সুনীল, জাতীয় দলের হয়ে তোমার শেষ ম্যাচের জন্য শুভেচ্ছা। তোমার ফুটবল কেরিয়ার দুর্দান্ত। তুমি ফুটবলের একজন কিংবদন্তি। তোমার সতীর্থদের কিছু বলতে চাই। আশা করছি তোমরা সুনীলের বিদায়ী ম্যাচকে স্মরণীয় করে রাখতে চাইবে। তার জন্য জিততে হবে। অধিনায়কের জন্য এই ম্যাচ জিতে এসো। ক্রোয়েশিয়া থেকে তোমাদের অনেক শুভেচ্ছা রইল।'' ইগর স্তিমাচ নিজেও লুকাকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন, ''ধন্যবাদ লুকা। আমাদের দেশ ও অধিনায়ককে গর্বিত করার জন্য নিজেদের যথাসাধ্য চেষ্টা করব আমরা।''


 






উল্লেখ্য, ভারতীয় ফুটবল দল আজ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্য়াচে খেলতে নামবে কুয়েতের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় ভারত যেখানে ১২১ নম্বরে। সেখানে কুয়েত ১৩৯ নম্বরে। ফলে ধারেভারে একটু এগিয়ে থেকেই মাঠে নামবে ইগর স্তিমাচের দল। কিন্তু ম্য়াচের গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে সুনীলের শেষ আন্তর্জাতিক ম্য়াচের তকমা পড়ায়। ২০০৫ সালে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল সুনীল ছেত্রীর। ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে দাপিয়ে খেলেছেন। আজ যুবভারতীয় ক্রীড়াঙ্গনে নিজের আন্তর্জাতিক ফুটবলের ১৫১ তম ম্য়াচ খেলতে নামবেন সুনীল। এখনও পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে মোট ৯৪টি গোল করেছেন সুনীল। 


৩৯ বছর বয়সী সুনীল বিশ্বের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় বর্তমান ফুটবলারদের মধ্যে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরেই রয়েছেন, যা আর কোনও ভারতীয় ফুটবলারেরই নেই।


১৯ বছরের আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে ভারতীয় ফুটবলের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে ছিলেন সুনীল। বৃহস্পতিবারের গুরুত্বপূর্ণ ম্যাচেও গোলের জন্য সবচেয়ে বেশি দর্শক তাঁর দিকেই হয়তো তাকিয়ে থাকবেন। কারণ, সুনীল ছেত্রীর গোল করার দক্ষতা অন্যান্য যে কোনও ভারতীয় স্ট্রাইকারের চেয়ে ভাল। সুযোগসন্ধানী সুনীল তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারে বহু অভাবনীয়, অবিশ্বাস্য গোল করেছেন এবং ভারতীয় ফুটবলকে গর্বিত করেছেন।