নয়াদিল্লি: অবসর ভেঙে ফের জাতীয় দলে ফিরছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)। গত বছরই আন্তর্জাতিক ফুটবলকে (International Football) বিদায় জানিয়েছিলেন। কিন্তু জাতীয় ফুটবল দলের কোচ মানোলো মার্কেজের অনুরোধেই ফের একবার জাতীয় দলের জার্সিতে নামতে চলেছেন সুনীল ছেত্রী। বুধবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মার্কেজের তত্ত্বাবধানে পঞ্চম ম্যাচ খেলতে চলেছে ভারত। ফিফা ফ্রেন্ডলি ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্বের ১৬২ নম্বর মলদ্বীপ। এই ম্যাচে তারা জয়ে ফিরতে পারবে কি না, সেটাই দেখার। সুনীলের অবসর ভেঙে ফেরার পর প্রথম ম্য়াচ দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভারতের ফুটবলপ্রেমী মানুষ। এক নজরে দেখে নেওয়া যাক কখন, কোথায় দেখবেন এই ম্য়াচ---
কাদের ম্যাচ?
অবসর ভেঙে সুনীল ছেত্রী ফিরছেন এই ম্য়াচে। ভারতের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্য়াচে নামবে মলদ্বীপ।
কোথায় হবে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তন ম্য়াচ?
আগামী ১৯ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারত বনাম মলদ্বীপ ম্য়াচটি আয়োজিত হবে
কখন শুরু হবে ভারত-মলদ্বীপ ফ্রেন্ডলি ম্য়াচটি?
ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে শুরু হওয়ার কথা ভারত বনাম মলদ্বীপ ম্য়াচটি
কোথায় দেখবেন ভারত বনাম মলদ্বীপ ম্যাচ?
ভারত বনাম মলদ্বীপ ফ্রেন্ডলি ফুটবল ম্য়াচটি স্টার স্পোর্টসে দেখতে পাওয়া যাবে
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্য়াচ?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। জিও হটস্টার অ্য়াপে ও ওয়েবসাইটে দেখতে পাওয়া যাবে
মঙ্গলবার মার্কেজ সাংবাদিকদের বলেন, ''এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতির জন্য এই প্রীতি ম্যাচ। আমরা জিততেই চাই। আগামী সপ্তাহে বাংলাদেশের বিরুদ্ধে বাছাই পর্বের ম্যাচে নামার আগে দলকে একটা ভাল জায়গায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।'' সেপ্টেম্বরে ইন্ডিয়ান সুপার লিগ শুরুর আগে ঘরের মাঠে ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার কাছে তিন গোলে হেরে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যায় মার্কেজের ভারত। তার আগে মরিশাসের সঙ্গে গোলশূন্য ড্র করে। অক্টোবরে ভিয়েতনামের বিরুদ্ধে ১-১ ড্র করে তারা। নভেম্বরে মালয়েশিয়ার বিরুদ্ধেও ১-১ ড্র হয়। ২০২৩-এর নভেম্বরে কুয়েতের বিরুদ্ধে জয়ের পর থেকে এক ডজন ম্যাচ খেলা হয়ে গেলেও একটিতেও জয়ের মুখ দেখেনি ভারতীয় ফুটবল দল। বুধবার সেই ১৬ মাসের খরা কাটিয়ে জয়ে ফেরার সুযোগ ভারতের সামনে।
আরও পড়ুন: পাথিরানাকে নেটে হেলিকপ্টার শটে হাঁকালেন ছক্কা, আওয়াজ উঠল 'মাহি মার রাহা হ্যাঁয়..'