নয়াদিল্লি: সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবল দলের (Indian Football Team) ম্যাচ মানেই যেন হতাশার ছবি ধরা পড়ছিল। অবশেষে গুরু খালিদ জামিলের প্রশিক্ষণে আশার আলো দেখা গেল ভারতীয় ফুটবলে। কাফা নেশনস কাপের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ওমানকে হারিয়ে চমক দিল ভারত। ফিফা ব়্যাঙ্কিংয়ে যারা ভারতের চেয়ে ৫৪ ধাপ এগিয়ে!
রুদ্ধশ্বাস ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েও উদান্তা সিংহের গোলে শেষ মুহূর্তে সমতা ফিরিয়েছিল ভারত। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ওমানকে ৩-২ গোলে হারাল ভারত।
১৩ বছর পরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছেন এক দেশীয় কোচ। ঘরোয়া ফুটবলে বেশ পরিচিত ও সফল নাম খালিদ জামিল। তিনি দায়িত্ব নেওয়ার পর ভারতীয় দল প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্টেই এক অভাবনীয় সাফল্য পেল। ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে অনেক এগিয়ে থাকা দু'টি দলকে হারিয়ে কাফা (CAFA) নেশনস কাপের তৃতীয় সেরা দলের খেতাব জিতে নিল ভারত।
সোমবার টুর্নামেন্টের ফাইনালে ফিফা ক্রমতালিকায় ৫৪ ধাপ ওপরে থাকা ওমানকে হারিয়ে এই খেতাব জিতে নেয় ভারত। তাজিকিস্তানের হিসোরে সেন্ট্রাল স্টেডিয়ামে টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে ওমানের সঙ্গে ভারতের ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। নির্ধারিত সময়ে ফল ছিল ১-১। ৩০ মিনিট অতিরিক্ত সময়েও কোনও গোল হয়নি।
টাইব্রেকারে ভারতের জয়ের নায়ক হয়ে ওঠেন অভিজ্ঞ গোলকিপার ও দলের অধিনায়ক গুরপ্রীত সিংহ সাঁধু। একটি নয়, তিনটি শট বাঁচিয়ে দলকে অনেক দিন পর আন্তর্জাতিক মঞ্চে বড় সাফল্যে এনে দেন তিনি।
সোমবার প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটের মাথায় গোল করে ওমানকে এগিয়ে দেন পরিবর্ত ফরওয়ার্ড জামিল সালিম আল ইয়াহমাদি। ৮০ মিনিটের মাথায় ভারতকে সমতায় ফেরায় উদান্তা সিংহের দুরন্ত গোল।
শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। ভারতের হয়ে প্রথম দু’টি শটে গোল করেন লালিয়ানজুয়ালা ছাংতে ওরাহুল ভেকে। কিন্তু প্রথম দু’বারেই গোল করতে ব্যর্থ হন আল সাদি ও আল খাবি। এরপর আনোয়ার আলির শট গোলকিপার রুখে দিলেও জিথিন এম এস গোল করেন। তবে পরপর দু’টি শটে গোল করেন ওমানের আল রুশাইদি ও আল ঘাসানি। শেষে ওমানের শট আটকে ভারতকে জেতান গুরপ্রীত।