কলকাতা: আইএসএল ২০২৪-২৫ মরসুমের সম্পূর্ণ ক্রীড়াসূচি ঘোষণা করা হয়েছে। এর আগে ৩০ ডিসেম্বর পর্যন্ত সূচী ঘোষণা করা হয়েছিল। এ বার বাকি অংশের সূচিও প্রকাশ করা হল। আগামী বছরের প্রথম সপ্তাহান্তে বর্তমানে লিগ টেবলের সেরা দুই দলকে কড়া চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।  ৪ জানুয়ারি বেঙ্গালুরু এফসি জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসি-র বিরুদ্ধে কঠিন ম্যাচে নামবে। অন্যদিকে, পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠ নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে মিখায়েল স্তাহরের কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলবে। 


বছরের শুরুতেই, ৪ জানুয়ারি দুই স্প্যানিশ খুরধার মস্তিষ্কের যুদ্ধ হবে মাঠে, যখন ওডিশা এফসি এবং এফসি গোয়া একে অপরের মুখোমুখি হবে। ওডিশার কোচ সের্খিও লোবেরা এবং এফসি গোয়ার মানোলো মার্কেজের দ্বৈরথ বরাবরই জমজমাট হয়ে উঠেছে। 


নতুন বছরে তাদের নতুন ঘরের মাঠ পেতে চলেছে নর্থইস্ট ইউনাইটেড এফসি। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৭ ফেব্রুয়ারি তাদের নতুন ‘হোম’-এ তারা স্বাগত জানাবে মুম্বই সিটি এফসি-কে। হাইল্যান্ডাররা আরও দুটি ম্যাচ খেলবে এখানে। ২১ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসি এবং ৮ মার্চ ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে তাদের দ্বৈরথ দেখার সুযোগ পাবে মেঘালয়ের রাজধানী। 


দক্ষিণী উত্তেজনা বজায় থাকবে আগামী বছরেও। কেরালা ব্লাস্টার্স এফসি চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাইন এফসির মুখোমুখি হবে ৩০ জানুয়ারি। চেন্নাইয়িন এফসি ২৫ ফেব্রুয়ারি বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে, যা প্লে-অফের দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 


মোহনবাগান এসজি এবং ইস্টবেঙ্গল এফসির মধ্যে দ্বিতীয় লেগের ডার্বি হবে ১১ জানুয়ারি। মহমেডান এসসি এবং মোহনবাগান এসজি-র মধ্যে দ্বিতীয় লেগের আর এক কলকাতা ডার্বি হবে ১ ফেব্রুয়ারি এবং মহামেডান এসসি ও ইস্টবেঙ্গল এফসির মধ্যে দ্বিতীয় ডার্বি হবে ১৬ ফেব্রুয়ারি। সব ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হবে বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা কলকাতার ফুটবল ঐতিহ্যের উদযাপন, যেখানে ফুটবল প্রেমের উন্মাদনা সর্বোচ্চ পর্যায়ে থাকবে, কারণ এই তিন ফুটবল জায়ান্ট আইএসএল ইতিহাসে প্রথমবার একে অপরের মুখোমুখি হবে।


হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে হায়দরাবাদ এফসি এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে উত্তেজনাপূর্ণ ম্যাচের মাধ্যমে লিগ মরশুমের সমাপ্তি ঘটবে ১২ মার্চ। প্লে-অফের লড়াই নিয়ে জল্পনা ও উত্তেজনা তুঙ্গে উঠবে এই সময় থেকেই। অর্থাৎ, ফুটবলপ্রেমীরা আগামী বছরের শুরু থেকেই আরও উত্তেজনা, গোল এবং নাটকীয় মুহূর্তের অপেক্ষায় থাকুন। 


চলতি আইএসএলের পুরো সূচি দেখতে ক্লিক করুন এখানে 


স্ট্রিমিং এবং সম্প্রচার 


জিওসিনেমা: সরাসরি সম্প্রচার (ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালামে)  


স্পোর্টস18: সরাসরি সম্প্রচার (ইংরেজি, হিন্দি, বাংলা এবং মালয়ালামে)