কলকাতা: চেন্নাইন এফসি-র ফরোয়ার্ড ইরফান ইয়াডওয়াড মার্চ মাসে আইএসএলের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ মাসে তিনি দুর্দান্ত পারফরম্যান্স দেখান, যার মধ্যে জামশেদপুর এফসি-র বিপক্ষে দুটি গোল ছিল।

ইয়াডওয়াড ধারাবাহিকভাবে দুর্দান্ত পারফর্ম করেন এবং এ বছর 'মেরিনা মাচানস'-এর হয়ে দারুণ এক মরশুম কাটান। এই মাসে চেন্নাইন এফসি-র দুটি ম্যাচেই অংশ নেন তিনি এবং জামশেদপুর এফসি-র বিপক্ষে ৫-২-এ জেতা ম্যাচে দুটি গোল করেন।

২৩ বছর বয়সী গোয়াজাত এই ফরোয়ার্ড আইএসএল ২০২৪-২৫ মরশুমে পাঁচটি গোল করেছেন এবং চারটি অ্যাসিস্ট দিয়েছেন। আক্রমণাত্মক ভূমিকার পাশাপাশি, ইয়াডওয়াডের পরিশ্রম, বল জয়ের দক্ষতা এবং রক্ষণাত্মক অবদানও উল্লেখযোগ্য ছিল।

এটি শুধু ইয়াডওয়াডের প্রথম উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার নয়, এ মরশুমে চেন্নাইন এফসি থেকে এই সম্মান পাওয়া প্রথম খেলোয়াড়ও তিনি।

১৮ জন বিশেষজ্ঞের প্যানেলের অধিকাংশই ইয়াডওয়াডকে মার্চ মাসের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে ভোট দিয়েছেন। আটজন তাঁকে প্রথম স্থানে রেখেছেন, দু'জন দ্বিতীয় স্থানে এবং চারজন তৃতীয় স্থানে বেছে নিয়েছেন। কেরালা ব্লাস্টার্স এফসি-র কোরু সিং এবং পাঞ্জাব এফসি-র মুহাম্মদ সুহেল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন।

তিনজন প্যানেলিস্ট কোরু সিংকে তাদের প্রথম পছন্দ হিসেবে বেছে নেন, দু'জন তাঁকে দ্বিতীয় এবং দু'জন তৃতীয় স্থানে রাখেন। সুহেল দু'জনের ভোটে প্রথম স্থানে ছিলেন।

 

এদিকে, ঘরের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসিকে হারিয়ে চলতি আইএসএলের সেমিফাইনালে জায়গা করে নিল জামশেদপুর এফসি। শেষ চার থেকে ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে শিল্ডজয়ী মোহনবাগান সুপার জায়ান্টের। রবিবার শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ইস্পাতনগরীর দল ২-০-য় হারায় নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে। যে দলকে লিগ পর্যায়ে দু’বারই হারিয়েছিল নর্থইস্ট, সেই জামশেদপুরের বিরুদ্ধে এ দিন হার এড়ানোর মরিয়া চেষ্টা করেও পারেনি তারা।                                                                                             তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া