ISL: ফেব্রুয়ারি মাসের সেরা প্লেয়ার নির্বাচিত হলেন মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস

ABP Ananda   |  Goutam Roy   |  08 Mar 2025 09:44 PM (IST)

ISL: সম্পুর্ণ নতুন কম্বিনেশন ও দশজন ভারতীয় ফুটবলারকে নিয়ে লড়াই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্ত লড়াই করেও শেষে হার মানতে হল ইস্টবেঙ্গল এফসি-কে।

মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস

কলকাতা: ফেব্রুয়ারির সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস। দলের রক্ষণভাগে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি এই স্বীকৃতি অর্জন করেছেন।

২১ বছর বয়সী এই ফুটবলার চারটি ম্যাচের মধ্যে তিনটিতে প্রথম একাদশে ছিলেন। অন্য ম্যাচটিতে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। হোসে মোলিনার দলের হয়ে তিনটি ম্যাচে ক্লিন শিট বজায় রাখতে সাহায্য করেন। এছাড়া, তিনি তার বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। একটি ম্যাচে রাইট-ব্যাক হিসেবেও খেলেন তিনি।

দলের জয়ে তার অবদানও উল্লেখযোগ্য। তিনি মহমেডান এসসি ও পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে একটি করে অ্যাসিস্ট করে দলের আক্রমণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে এটি দীপেন্দুর অন্যতম সেরা মরশুম। তিনি লিগ শিল্ড জয়ী দলের হয়ে ১৩টি ম্যাচ খেলেছেন, যা গত মরশুমের তুলনায় দ্বিগুণেরও বেশি।

১৩ জন বিশেষজ্ঞের মধ্যে ৭ জন তাঁকে ফেব্রুয়ারি মাসের সেরা উদীয়মান খেলোয়াড় হিসেবে ভোট দিয়েছেন, আর একজন তাঁকে তৃতীয় স্থানে রেখেছেন। এফসি গোয়ার মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্ডেজ (জানুয়ারির বিজয়ী) ও গোলরক্ষক হৃত্বিক তিওয়ারির চেয়ে এগিয়ে ছিলেন দীপেন্দু।

এটি দীপেন্দু বিশ্বাসের প্রথম উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার, এবং তিনি এই মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম খেলোয়াড়, যিনি এই সম্মান অর্জন করেছেন।

এর আগে জানুয়ারি মাসের সেরা প্লেয়ারও নির্বাচিত হয়েছিলেন মোহনবাগান থেকেই। মোহনবাগান সুপার জায়ান্টের গোলরক্ষক বিশাল কয়েথকে  জানুয়ারি মাসের জন্য ইন্ডিয়ান সুপার লিগ-এর সেরা খেলোয়াড় নির্বাচিত করা হয়েছে। গোলে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি এই সম্মান অর্জন করেছেন। ২৮ বছর বয়সি এই গোলরক্ষক জানুয়ারিতে পাঁচটি ম্যাচ খেলেন, যেখানে তিনি চারটি ক্লিন শিট রাখেন, ১৩টি গুরুত্বপূর্ণ সেভ করেন এবং ৯২.৯% সেভ পারসেন্টেজ বজায় রাখেন। সারা মাসে তিনি মাত্র একবার গোল খেয়েছেন, যা তাকে এই পুরস্কার জিততে যথেষ্ট সাহায্য করে।

জানুয়ারি মাসে বিশাল অসাধারণ ফর্মে ছিলেন, তবে হায়দরাবাদ এফসি-র বিপক্ষে ৩-০ এবং বেঙ্গালুরু এফসি-র বিপক্ষে ১-০ জয়ের ম্যাচে তাঁর পারফরম্যান্স ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। এই দুটি ম্যাচে তিনি যথাক্রমে সাত এবং পাঁচটি দুর্দান্ত সেভ করেন।

মোহনবাগান সুপার জায়ান্টের তৃতীয় জয়টি আসে ঐতিহ্যবাহী কলকাতা ডার্বিতে, যেখানে তারা ইস্টবেঙ্গল এফসি-কে ১-০ ব্যবধানে পরাজিত করে তাদের আধিপত্য বজায় রাখে। এ ছাড়াও, তারা জামশেদপুর এফসি-র বিপক্ষে ১-১ ড্র করে এবং চেন্নাইন এফসি-র বিপক্ষে গোলশূন্য ড্র করে, যার ফলে তারা অক্টোবরে ও নভেম্বরে অপরাজিত থাকার পর জানুয়ারিতেও অপরাজিত থাকে।

এই মরশুমে আইএসএলে সর্বাধিক সেভ করা গোলরক্ষকদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন বিশাল। তাঁর মোট ৬০টি সেভ শুধুমাত্র জামশেদপুর এফসি-র আলবিনো গোমস এবং ওডিশা এফসি-র অমরিন্দর সিং-এর পরেই রয়েছে।                                                                         তথ্য সংগ্রহ: 

Published at: 08 Mar 2025 09:44 PM (IST)
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.