কলকাতা: দুই দলই সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। কাদের বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে হবে তাদের, এখন তারা সেটাই জানার অপেক্ষায়। এই অপেক্ষা যে দীর্ঘ হবে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। কারণ, চলতি আইএসএলের লিগপর্ব শেষ হলে প্রায় দু’সপ্তাহের আন্তর্জাতিক অবকাশ। তার পরে হবে আইএসএল প্লে অফের যুদ্ধ। শনিবারের মোহনবাগান সুপার জায়ান্ট বনাম এফসি গোয়া ম্যাচ তাই দুই দলের কাছে নিছকই সেমিফাইনালের প্রস্তুতি বা প্রদর্শনী ম্যাচের মতো।
তবে প্রস্তুতি হোক বা প্রদর্শনী, এর প্রীতি ম্যাচ হয়ে ওঠার সম্ভাবনা সামান্যই। কারণ, দুই দলের লড়াইয়ের ইতিহাস মোটেই তা বলে না। আইএসএলে যখনই দুই দল মুখোমুখি হয়েছে, তখনই এই ম্যাচকে ঘিরে তৈরি হয়েছে যুদ্ধের আবহ। আসলে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্টের সবচেয়ে শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের মধ্যে এফসি গোয়া ওপর দিকেই রয়েছে। তাই শনিবার যুবভারতীতেও সেই রেষারেষি হবে, এমনই ধরে নেওয়া যায়।
শুক্রবার মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনাও স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দল শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে এবং সেমিফাইনালে উঠে গিয়েছে বলে এই ম্যাচকে হালকা ভাবে নেওয়ার প্রশ্নই ওঠে না। এফসি গোয়ার কোচ মানোলো মার্কেজও একই কথা বলেছেন।
তবে কোনও দলই নির্ভরযোগ্য খেলোয়াড়দের এই ম্যাচে খেলিয়ে অযথা ঝুঁকি নিতে চায় না। মার্কেজ যেমন জানিয়েই দিয়েছেন, তাঁর দলের যে খেলোয়াড়রা তিনটি করে হলুদ কার্ড দেখেছেন, যেমন আয়ুষ দেব ছেত্রী, জয় গুপ্তা, তাঁদের এই ম্যাচে খেলিয়ে ঝুঁকি নেবেন না, তাঁরা সরাসরি সেমিফাইনালে নামবেন।
অন্য দিকে, মোহনবাগান সুপার জায়ান্টের কোচ মোলিনাও একই কারণে এই ম্যাচে জেমি ম্যাকলারেনকে খেলাতে চান না। এমনিতেই চারটি হলুদ কার্ড দেখায় এই ম্যাচে খেলতে পারবেন না শুভাশিস বোস, দীপক টাঙরি ও অভিষেক সূর্যবংশী। তাই কোনও দলই এই নিয়মরক্ষার ম্যাচে পূর্ণশক্তি নিয়ে মাঠে নামবে বলে মনে হয় না।
তবে মোহনবাগান সুপার জায়ান্টের সামনে একটা তাগিদ অবশ্যই রয়েছে, এফসি গোয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে হারের বদলা নেওয়া। সারা লিগে সবুজ-মেরুন বাহিনী যে মাত্র দু’টি ম্যাচে হেরেছে, তার মধ্যে একটি ডিসেম্বরে গোয়ায় এই ম্যাচ। সেই ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্টকে ২-১-এ হারায় এফসি গোয়া। জোড়া গোল করেছিলেন ২৩ বছর বয়সী গোয়ানিজ মিডফিল্ডার ব্রাইসন ফার্নান্ডেজ। সারা ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরার খেতাবও জিতে নেন তিনি। তথ্য সংগ্রহ: আইএসএল