কলকাতা: সামনে দোর্দণ্ডপ্রতাপ অস্ট্রেলিয়া (India vs Australia)। শক্তিশালী অস্ট্রেলিয়াকে বল হাতে ঘায়েল করছেন এক বঙ্গসন্তান। জেতাচ্ছেন জাতীয় দলকে। যে কোনও বাঙালি ক্রিকেটপ্রেমীর স্বপ্ন।
সেই স্বপ্নকেই সত্যি করে দেখালেন যুধাজিৎ গুহ (Yudhajit Guha)। কলকাতার পেসারের দাপটে অস্ট্রেলিয়াকে তৃতীয় ওয়ান ডে ম্যাচেও হারাল ভারত। অনূর্ধ্ব ১৯ পর্বের এই ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-০ দুরমুশ করল টিম ইন্ডিয়া।
পুদুচেরিতে বৃহস্পতিবার বল হাতে ভারতের জয়ে বড় অবদান রাখলেন যুধাজিৎ। ডেল স্টেনের ভক্ত চেতলার ক্রিকেটার প্রথম স্পেলেই নজর কেড়ে নিয়েছিলেন। ৫ ওভারে মাত্র ১১ রান খরচ করে এক উইকেট নিয়েছিলেন। আগুনে সেই স্পেলের সুবাদে ভারতের ৩২৪/৮ স্কোর তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।
দ্বিতীয় স্পেলে আরও ৩ ওভার বল করে এক উইকেট নেন যুধাজিৎ। সব মিলিয়ে ম্যাচে তাঁর বোলিং ফিগার ৮-০-৪০-২। তাঁর শিকারের তালিকায় অস্ট্রেলিয়ার ওপেনার জ্যাক কারটেন ও এইডান ও কনর। পুদুচেরিতে খোঁজ নিয়ে জানা গেল, উইকেটের সংখ্যা আরও বাড়তে পারত যুধাজিতের। কিন্তু বঙ্গ পেসারের বলে ২টি ক্যাচ পড়ে। যার মধ্যে যুধাজিতের বলে ব্যক্তিগত ৫৩ রানে থাকার সময় অস্ট্রেলিয়ার অধিনায়ক অলিভার পিকের ক্যাচ ফেলে দেন সাহিল পরখ। পিক শেষ পর্যন্ত সেঞ্চুরি করেন।
পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে একটা সময় ১৪.৪ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৬১/২। সেই সময় মনে হচ্ছিল ভারত সহজেই ম্যাচ জিতবে। এমনিতেই প্রথম দুই ওয়ান ডে ম্যাচ জিতে ভারত সিরিজ আগেই পকেটস্থ করেছিল। তবে বৃহস্পতিবার তৃতীয় উইকেটে পিক ও স্টিভেন হোগান ১৫৬ বলে ১৯১ রান যোগ করে অস্ট্রেলিয়াকে লড়াইয়ে ফেরান।
আরও পড়ুন: ভারতের প্র্যাক্টিসে লেগস্পিন করে তাক লাগিয়ে দিলেন বিধ্বংসী ব্যাটার, ভিডিও ভাইরাল
শেষ ওভারে ম্যাচ জিততে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২০ রান। ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক মহম্মদ আমন বল তুলে দেন বাংলার পেসারের হাতে। শেষ ওভারে তাঁর একটি বলে ক্যাচ তো পড়েই, সেটি ছক্কা হয়ে যায়। তবে চাপের মুখে মাথা ঠাণ্ডা রেখে ওভার শেষ করেন যুধাজিৎ। অস্ট্রেলিয়া আটকে যায় ৩১৭/৭ স্কোরে। ৭ রানে ম্যাচ জিতে সিরিজ ৩-০ জিতল ভারত।
সিরিজের প্রথম ম্যাচে খেলেননি যুধাজিৎ। দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়ে বল হাতে এক উইকেট নেন। তৃতীয় ম্যাচেও দলের জয়ের অন্যতম কারিগর।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।