কলকাতা: মাঝমাঠের তিন নির্ভরযোগ্য খেলোয়াড়কে ছাড়াই মঙ্গলবার ঘরের মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলকে। মাদি তালাল, সল ক্রেসপো, জিকসনরা খেলতে পারবেন না। আক্রমণেও দিমিত্রিয়স দিয়ামান্তাকস অনিশ্চিত। এই পরিস্থিতিতে দাঁড়িয়েও দলের অন্যান্য খেলোয়াড়দের ওপর আস্থা রাখতে চাইছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন।
চলতি আইএসএলে টানা সাত ম্যাচে জয়হীন থাকার পর ইস্টবেঙ্গলকে জয়ের মুখ দেখান অস্কার। দলের হতাশ ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করেন তিনিই। টানা তিনটি ম্যাচে অপরাজিত থাকার পর গত ম্যাচে ফের হোঁচট খায় লাল-হলুদ বাহিনী। তাও দলের প্লে-অফে ওঠার স্বপ্ন জিইয়ে রেখেছেন তিনি। লাল-হলুদ শিবিরের ফুটবলারদের মধ্যেও আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসের ছাপ স্পষ্ট।
সেই আত্মবিশ্বাস ও দলগত সংহতিই বজায় রাখতেই চান অস্কার। তাঁর মতে, এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে গেলে আগের মতো নিজেদের ওপর আস্থা বজায় রাখতে হবে এবং মাঠে প্রতিটি মুহূর্ত দল হিসেবে খেলতে হবে।
সোমবার সাংবাদিকদের লাল-হলুদ কোচ অস্কার বলেন, ''এই কঠিন পরিস্থিতিতে আমার সামনে দুটো রাস্তা আছে। হয়, দলে অনেক কিছু বদল আনার ভাবনা ভেবে রাতের ঘুম নষ্ট করা, না হলে আগে আমরা যে ভাবে যা যা করেছি, সেটাই বজায় রাখার চেষ্টা করা। ঐক্যবদ্ধ হয়ে এই পরিস্থিতির মোকাবিলা করতে হবে আমাদের, সেটাই করা প্রয়োজন।''
দলের মধ্যে যে নানা সমস্যা তৈরি হয়েছে, তা স্বীকার করে নিয়ে অস্কার বলেন, ''আমাদের এখন সময়টা ভাল যাচ্ছে না। কিন্তু তার মোকাবিলা করতে হবে। সেজন্য আমাদের ইতিবাচক ও সৎ থাকতে হবে। কাল আমাদের প্রতিপক্ষ ভাল ফর্মে আছে। দলের ছেলেরা যথেষ্ট পরিশ্রম করছে। আমরা অনেকরকম পরিকল্পনা নিয়ে কাজ করছি। বিভিন্ন সিস্টেম কার্যকর করার চেষ্টা করছি। ছেলেরা দ্রুত সেগুলোর সঙ্গে মানিয়ে নিচ্ছে। গত কয়েকটি ম্যাচে যেমন ভাল খেলেছি আমরা, সেরকম খেলা বজায় রাখার চেষ্টা করব।''
প্রতিপক্ষ পাঞ্জাব এফসি-কে হারানো বেশ কঠিন চ্যালেঞ্জ, তা স্বীকার করে নিয়ে স্প্যানিশ কোচ বলেন, ''সেরা ছয়ে থাকা প্রতিটি দলই যথেষ্ট ভাল। পাঞ্জাব ধারাবাহিক ভাবে ভাল খেলছে। ওরা প্রতি ম্যাচে গড়ে ১.৮ পয়েন্ট করে অর্জন করেছে। সব বিভাগেই ওরা শক্তিশালী। ওদের ট্রানজিশনও খুব ভাল। ওরা প্রমাণ করেছে যে, আইএসএলের সেরা দলগুলোকে হারানোর ক্ষমতা ওদের আছে। আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তাতে এই ম্যাচেই আমাদের আসল পরীক্ষা। এই ম্যাচেই বোঝা যাবে, ঠিক কোন জায়গায় আছি আমরা এবং কোনদিকে যেতে পারি।''
তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া